Cooch Behar News|| ব্যস্ত রাস্তায় আচমকাই ভেঙে পড়ল গাছের ডাল! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীরা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tree branches suddenly broke on the busy road: আচমকাই বিকেলের সময় রাস্তার পাশে থাকা বিরাট বড় বটগাছের একটি বড় ডাল ভেঙে পড়ে রাস্তার ওপর। রাস্তার ওপর ডাল ভেঙে পড়ার পর অল্পের জন্য রক্ষা পেলেন রাস্তায় চলাচলকারী মানুষেরা।
#কোচবিহার: কোচবিহারের ব্যস্ততম রাস্তা মদনমোহন বাড়ির সামনের রাস্তাটি। প্রতিদিন প্রচুর মানুষ চলাফেরা করেন এই রাস্তা দিয়ে। তবে আচমকাই বিকেলের সময় এই রাস্তার পাশে থাকা বিরাট বড় বটগাছের একটি বড় ডাল ভেঙে পড়ে রাস্তার ওপর। রাস্তার ওপর ডাল ভেঙে পড়ার পর অল্পের জন্য রক্ষা পেলেন রাস্তায় চলাচলকারী মানুষ। বহু বছর পুরনো এই বটগাছটি মদনমোহন বাড়ির ঠিক উল্টোদিকের বৈরাগী সংলগ্ন এলাকায় রয়েছে। দীর্ঘ বহু বছরের পুরনো হওয়ার কারণে বট গাছের পুরনো বড় ডাল আচমকায় ভেঙে পড়ে এ দিন বিকেলে।
এলাকার এক বাসিন্দা বিপ্লব দাস বলেন, "বহু বছরের পুরনো এই বটগাছের ডাল সময়মতো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করা হয় না। এ ছাড়াও গাছের ডালের মধ্যে বিভিন্ন ধরনের তার ও জিনিসপত্র ঝুলিয়ে রাখা হয়। বহু বছরের পুরনো এই গাছটির ডালের অত জোর নেই। তাই হয়তো আচমকা এই ডালটি ভেঙে পড়েছে। তবে এই ডালটি ভেঙ্গে পড়ার কারণে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি।"
advertisement
আরও পড়ুনঃ বছর ঘুরলেও খোলেনি ডেল্টা জুটমিল! অসহায়তার জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিভিক পুলিশ বলেন, "অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি আমরা। হটাৎ শুনি বিকট কি আওয়াজ! উপরে তাকিয়ে দেখি গাছের ডালটি ভেঙে পড়ছে। দ্রুত সেখান সেখান থেকে সরে যাই। তাই কোন ক্ষতি হয়নি করো।" মদনমোহন বাড়ি চৌপথিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন কয়েকজন সিভিক পুলিশ। তারা মূলত ওই গাছের নিচের অংশটিতে দাঁড়িয়ে থাকেন। এ দিনও তারা দাঁড়িয়েছিলেন গাছের নিচের অংশে। তবে গাছের ডালটি ভেঙে পড়ার সময় তারা সেখান থেকে সরে যাওয়ার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সকলে।
advertisement
advertisement
তবে আশঙ্কায় এই গাছের ডালটি ভেঙে পড়ার কারণে ডালের নিচে থাকা বিভিন্ন তার ছিঁড়ে যায়। এই তারগুলি ছিঁড়ে গিয়ে সাময়িক সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়। এলাকার যান চলাচল অব্যাহত রাখতে তবে দ্রুত রাস্তার ওপর থেকে সরিয়ে ফেলা হয় গাছের ডালগুলি।
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
October 14, 2022 11:02 AM IST