Coochbehar News: পঞ্চায়েতে জয়ের আনন্দে নেতার বাড়ি খেতে গিয়ে সব শেষ! কোচবিহারে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনে জয়ের আনন্দে ভোজ সভার আয়োজন করা হয়েছিল নেতার বাড়িতে। সেখানে খেতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কর্মী দুলাল বিশ্বাসের
কোচবিহার: পঞ্চায়েত ভোটে জেতার আনন্দে খুশি ছিল মন। সেই উপলক্ষে যোগ দিয়েছিলেন দলীয় ভোজসভায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না বছর ৩০ এর তৃণমূল কর্মী দুলাল বিশ্বাসের। মাথাভাঙার এই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মাথাভাঙা-২ ব্লকের লতাপাতা পঞ্চায়েতের পুঁটিমারি এলাক থেকে দুলাল বিশ্বাস নামে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের সদস্যরাই প্রথম দেহ দেখতে পান। দ্রুত খবর যায় ঘোকসাডাঙা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। কিন্তু কীভাবে ওই তৃণমূল কর্মী মৃত্যু হল তা কেউ বুঝতে পারছে না। রীতিমতো রহস্য তৈরি হয়েছে এই ঘটনায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাড়ির পাশে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য বালিকা বিশ্বাসের বাড়িতে ভোজ সভায় যোগ দিয়েছিলেন দুলাল বিশ্বাস। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। রবিবার গোটা রাত এই তৃণমূল কর্মীকে কেউ খুঁজে পায়নি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দূরে তাঁর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। কিন্তু বাড়ির পাশে দলীয় উৎসব থেকে কীভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন।
advertisement
এদিকে মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা দুলাল বিশ্বাসকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এই বিষয়ে তাঁরা ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 6:06 PM IST








