Spinach Farming: অসময়ে পালং শাক চাষ করেই 'মালামাল'! হচ্ছে ব্যাপক লাভ, আসছে প্রচুর টাকা
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Spinach Farming: পলি হাউস তৈরী করে ভরা বর্ষায় দিব্যি বাজারের শোভা বর্ধন করছে মূলত শীতের ফসল পালং শাক।
জলপাইগুড়ি : ইচ্ছে থাকলেই উপায় হয়। সরকারি চাকুরিজীবি হলেও শখ ছিল কৃষিকাজ। শখের বশেই পলি হাউস গড়ে ভরা বর্ষায়ও শীতের ফসল ফলিয়ে জলপাইগুড়ি শহরে সাড়া ফেলে দিয়েছেন প্রণব রায়।জলপাইগুড়ি শহর থেকে হলদিবাড়ি যাওয়ার পথে মন্ডলঘাট অঞ্চলের আমতলা আজও বিখ্যাত অসময়ের ফসলের এলাকা হিসেবে।এই অঞ্চলেই পলি হাউস তৈরি করে ভরা বর্ষায় দিব্যি বাজারের শোভা বর্ধন করছে মূলত শীতের ফসল পালং শাক।
এমন অভিনব কাণ্ড যিনি বিগত এক দশকের বেশি সময় ধরে ঘটিয়ে এসেছেন তিনি হলেন, রাজ্য সরকারের আবগারি দফতরের প্রাক্তন কর্মী এবং শখের কৃষক প্রণব রায়। এই পরিকল্পনা প্রসঙ্গে প্রণব বাবু বলেন, পালং শাক সহ অন্যান্য সবজি যে গুলো মূলত শারদীয়া উৎসবের পরেই বাজারে আমদানি হয় সেই ফসল গুলোকেই আমি চেয়েছিলাম সময়ের আগেই মানুষের পাতে তুলে দিতে। সেই থেকেই চেষ্টা শুরু।
advertisement
advertisement
এরপর ইন্টারনেট এর ব্যবহারকে কাজে লাগিয়ে বিভিন্ন কৃষি কাজ সম্পর্কিত ওয়েব সাইট ঘেঁটে দেখেছি এই পলি হাউস গড়ে এমনভাবে চাষ করা যায়। উত্তরবঙ্গের বর্ষায় এমন ফসল বিনা আচ্ছাদনে জমিতে ফলানো সম্ভব নয়। সেই থেকেই করে আসছি পলি হাউস পদ্ধতি অনুসরণ করে অসময়ের ফসল চাষ। কৃষি কাজ আমার শখ। বেশ ভাল লাগে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 11:17 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Spinach Farming: অসময়ে পালং শাক চাষ করেই 'মালামাল'! হচ্ছে ব্যাপক লাভ, আসছে প্রচুর টাকা







