Panchayat Election 2023: পুনঃনির্বাচনেও অশান্তি দিনহাটায়! ব্যাপক বোমাবাজি ভোট কেন্দ্রের অদূরে!

Last Updated:

দিনহাটা মহকুমার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবেস্বর গ্রামে পুনরায় নির্বাচনে ভোটদান করতে আসা ভোটারদের বাধা দেওয়া ও পাটক্ষেতের মধ্যে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

দিনহাটা: পুনঃ নির্বাচনের দিনেও সকাল থেকে শুরু অশান্তির বাতাবরণ। দিনহাটা মহকুমার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবেস্বর গ্রামে পুনঃনির্বাচনে ভোটদান করতে আসা ভোটারদের বাঁধা দেওয়া ও পাটক্ষেতের মধ্যে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে যখন ভোটাররা শিবেস্বর প্রাইমারী বিদ্যালয়ে ভোট দিতে বাড়ি থেকে আসছিলেন। ঠিক তখন ভোটারদের রাস্তার মাঝপথে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের অদূরে ব্যাপক বোমাবাজিও করা হয়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “শিবেস্বর এলাকার ৬/১৭২ নং বুথে শুরু হয়েছে পুনঃনির্বাচনের ভোটদান প্রক্রিয়া। তবে ভোটদান প্রক্রিয়া শুরু হতেই বুথের পাশে ব্যাপক বোমাবাজি শুরু হয়ে যায়। সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তবে ভোট কেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের অভয় প্রদান করেন।”
advertisement
advertisement
শিবেস্বরের ৬/১৭২ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী মনিরুল আলী জানান, “শিবেস্বর গ্রামে রাস্তার দুপাশে থাকা পাটক্ষেতে ব্যাপক বোমাবাজির মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে ভোটারদের ভোট দানে বাঁধা প্রদান করা হচ্ছে। যদিও বোমাবাজির শব্দের কথা অন্যান্য প্রার্থীরাও স্বীকার করেছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে সেই বিষয়ে পরিষ্কার ভাবে কিছুই জানা যায়নি।”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election 2023: পুনঃনির্বাচনেও অশান্তি দিনহাটায়! ব্যাপক বোমাবাজি ভোট কেন্দ্রের অদূরে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement