Rath Yatra 2023: উল্টো রথেও ব্যাপক বৃষ্টি কোচবিহারে! বৃষ্টিকে উপেক্ষা করেই ভিড় মদনমোহন দেবের রথযাত্রায়!

Last Updated:

মদনমোহন দেব আজ উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরবেন কোচবিহার মদনমোহন বাড়িতে। তাই সকাল থেকেই মদনমোহন দেবের মাসির বাড়ির নামে প্রসিদ্ধ কোচবিহার ডাঙর আই মন্দিরের রয়েছে ভক্তদের ব্যাপক ভিড়।

+
বৃষ্টিকে

বৃষ্টিকে উপেক্ষা করেই ব্যাপক ভিড় মদনমোহন দেবের উল্টো রথে!

কোচবিহার: জেলা জুড়ে আজ সমারোহে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন দেব আজ উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরবেন কোচবিহার মদনমোহন বাড়িতে। তাই সকাল থেকেই মদনমোহন দেবের মাসির বাড়ির নামে প্রসিদ্ধ কোচবিহার ডাঙর আই মন্দিরের রয়েছে ভক্তদের ব্যাপক ভিড়। যদিও সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাতের কারণে জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে। তবে সেই প্রবল বৃষ্টির বাঁধাকে উপেক্ষা করেই সকাল থেকে ভক্তদের ব্যাপক ভিড় ছিল ডাঙর আই মন্দিরে। বিকেল ৫টায় মদনমোহন দেবের উল্টো রথ ভক্তদের রথের দড়ির টানে ফিরবে মদনমোহন দেবের বাড়িতে। মূলত সেইজন্য উল্টো রথের প্রস্তুতি পর্ব রয়েছে একেবারে তুঙ্গে।
মদনমোহন বাড়ির পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, \”আজ মদনমোহন দেব উল্টো রথে ফিরবেন নিজের বাড়িতে। তাই সকাল থেকেই রাজ আমলের প্রাচীণ রীতি প্রথা মেনে বিভিন্ন পুজো চলছে ডাঙর আই মন্দিরে। বিকেল ৫টায় মদনমোহন রথে চড়বেন। তারপর সেই রথ ডাঙর আই মন্দির থেকে কোচবিহার কাচারি মোড় হয়ে সোজা মদনমোহন বাড়িতে যাবে।
রথ পৌঁছনোর পর মদনমোহন দেব মদনমোহন বাড়িতে ফিরলে সেখানে তাঁর বিশেষ পুজো করা হবে। এবং তাঁকে বারান্দায় বসিয়ে হওয়া খাওয়ানো হবে। তারপর তিনি বিরাজমান হবে নিজের সিংহাসনে। যদিও এই কয়দিন তাঁর জায়গায় ছিলেন ছোট মদনমোহন। তাঁকে আগামী শুক্রবার শয়নে পাঠানো হবে। এবং তিনি আবার রাস মেলার সময় নিজের নিদ্রা থেকে জাগবেন।\”
advertisement
advertisement
 
উল্টো রথের বিষয়ে ডাঙর আই মন্দির এলাকার এক স্থানীয় বাসিন্দা সৌভিক পাল জানান, \”প্রতি বছর মদনমোহন দেব এই রথে চেপে এই মন্দিরে আসলে সাত দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন হয় এখানে। তখন মদনমোহন দেবের সকল ভক্ত ব্যাপক আনন্দিত থাকেন। তবে তিনি আজ উল্টো রথে ফিরবেন নিজের বাড়িতে তাই সকলের মনে একটা দুঃখের বাতাবরণ রয়েছে।
advertisement
আরও পড়ুন: বাম্পার জ্যাকপট ! কলকাতায় ঘুরতে এসে লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি যুবক!
তবে আগামী বছর তাঁর আবারোও আশায় অপেক্ষায় দিন গুনবেন সকলে।\” এছাড়াও কোচবিহারের এক বাসিন্দা নির্ণয় ভক্ত জানান, \”মদনমোহন দেবের উল্টো রথেও ব্যাপক ভিড় হয় ভক্তদের। সকাল থেকেই তাই ভক্তদের ব্যাপক ভিড় রয়েছে ডাঙর আই মন্দিরে। তবে এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি ছিল, তবুও ভক্তদের ভিড়ে বিন্দুমাত্র ভাটা পড়েনি।\”
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Rath Yatra 2023: উল্টো রথেও ব্যাপক বৃষ্টি কোচবিহারে! বৃষ্টিকে উপেক্ষা করেই ভিড় মদনমোহন দেবের রথযাত্রায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement