Cooch Behar: সরকারি বাসের কন্ডাক্টরকে মারধর ঘিরে তীব্র চাঞ্চল্য কোচবিহারে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোচবিহার শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার সরকারি এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে এক কন্ডাক্টরকে মারধরের অভিযোগ।
#কোচবিহার: কোচবিহার শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার সরকারি এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে এক কন্ডাক্টরকে মারধরের অভিযোগ। শনিবার দুপুরে কোচবিহার থেকে শিলিগুড়ি গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি গাড়ির কর্মরত কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠল ছোট প্রাইভেট গাড়ির চালকদের বিরুদ্ধে। এরই মধ্যে সেই কন্ডাক্টরকে বাঁচাতে এগিয়ে আসেন তার কয়েকজন সহকর্মী। তারাও সামান্য জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহত অবস্থায় তিনজন কন্ডাক্টরকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয় বাকি দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ।
ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে কোচবিহার কোতোয়ালি থানায়। পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সকল কর্মীরা। আহত কন্ডাক্টর অভিনন্দন দত্ত জানান, "কোচবিহার থেকে শিলিগুড়ির লাস্ট গাড়ি রওনা দেওয়ার সময় ডিপোর ভিতরেই বেশ কিছু ছোট গাড়ি পার্কিং অবস্থায় ছিল। এই গাড়িগুলির জন্য বাস রাস্তায় বার করতে অসুবিধা হচ্ছিল। তাদেরকে গাড়ি সরাতে বলায় প্রথমে তারা গালিগালাজ শুরু করে এবং পরবর্তীতে কুড়ি পঁচিশ জন মিলে একসাথে আক্রমণ করে তার ওপর। শুভজিৎ ঘোষ এবং পীযূষ রায় তাকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হয় এবং গুরুতর আহত হয়।"
advertisement
আরও পড়ুনঃ বন্ধ প্লাস্টিকের ব্যবহার, কাগজের ঠোঙা বানিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন!
সংস্থার এক কর্মী দীপেশ কুমার দাস বলেন, "এই অবস্থা দীর্ঘদিন থেকেই চলছে ডিপোর সামনে। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকে ছোট গাড়ি। যার ফলে সরকারি বাস ডিপো থেকে রাস্তায় বার করতে এবং ঢোকাতে সমস্যা সম্মুখীন হতে হয় চালকদের। এই বিষয়ে একাধিকবার ট্রাফিকের দৃষ্টি আকর্ষণ করেও বিশেষ কোনো লাভ হয়নি। ইতিমধ্যেই দপ্তরের কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারসহ পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনের দিকে সামিল হবে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার কর্মীরা।"
advertisement
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, "ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা আমাদের কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সাথে ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক এই দাবিও রাখছি পুলিশের কাছে।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 03, 2022 5:24 PM IST