Coochbehar News: মেয়েদের 'নীরজ' হতে চায় কোচবিহারের পপিতা

Last Updated:

৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে তার এই সাফল্যের মাঝেও কোথাও যেন না পাওয়ার গল্প লুকিয়ে আছে।

বর্শা নিক্ষেপ খেলায় হলদিবাড়ির পপিতার সাফল্য নজর কেড়েছে সকলের!
বর্শা নিক্ষেপ খেলায় হলদিবাড়ির পপিতার সাফল্য নজর কেড়েছে সকলের!
কোচবিহার: রাজ্যস্তরের কলেজ স্পোর্টসে জ্যাভেলিন থ্রো-য় দ্বিতীয় হয়ে সাড়া ফেলল হলদিবাড়ির পতিতা রায়। ফিজিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্রী পপিতা হলদিবাড়ির নেতাজী সুভাষ কলেজে পড়ে। তার বাড়ি হলদিবাড়ির হেমকুমারী পঞ্চায়েতের ডাঙাপাড়ায়। তার এই সাফল্যে খুশি সকলে।
ছোট থেকেই খেলাধুলোয় ভালো পপিতা। আর তাই সে ফিজিক্যাল এডুকেশন নিয়ে কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশিই তার খেলাধুলো চলতে থাকে। এর আগে কলেজ স্পোর্টসে সেরা হয়ে বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। এরপর রাজ্য স্তরের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপে সুযোগ পায়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১০ থেকে ১৬ মার্চ এই প্রতিযোগিতা আয়োজিত হয়। সেখানে ৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে তার এই সাফল্যের মাঝেও কোথাও যেন না পাওয়ার গল্প লুকিয়ে আছে।
advertisement
advertisement
পারিবারিক অনটনকে সঙ্গী করেই বড় হতে হচ্ছে পপিতাকে। তাই ইচ্ছে থাকলেও আরও ভালো করে স্পোর্টস ট্রেনিং নিতে পারে না। তার স্বপ্নের নাম নীরজ চোপড়া। সোনার ছেলে নীরজের মতই আন্তর্জাতিক মঞ্চে পপিতা দেশের নাম উজ্জ্বল করতে চায়। কিন্তু সরকারি সাহায্য পেলে তবেই এই স্বপ্ন বাস্তব হওয়া সম্ভব। এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে এই কৃতি কলেজ ছাত্রী।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: মেয়েদের 'নীরজ' হতে চায় কোচবিহারের পপিতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement