Coochbehar News: মেয়েদের 'নীরজ' হতে চায় কোচবিহারের পপিতা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে তার এই সাফল্যের মাঝেও কোথাও যেন না পাওয়ার গল্প লুকিয়ে আছে।
কোচবিহার: রাজ্যস্তরের কলেজ স্পোর্টসে জ্যাভেলিন থ্রো-য় দ্বিতীয় হয়ে সাড়া ফেলল হলদিবাড়ির পতিতা রায়। ফিজিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্রী পপিতা হলদিবাড়ির নেতাজী সুভাষ কলেজে পড়ে। তার বাড়ি হলদিবাড়ির হেমকুমারী পঞ্চায়েতের ডাঙাপাড়ায়। তার এই সাফল্যে খুশি সকলে।
ছোট থেকেই খেলাধুলোয় ভালো পপিতা। আর তাই সে ফিজিক্যাল এডুকেশন নিয়ে কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশিই তার খেলাধুলো চলতে থাকে। এর আগে কলেজ স্পোর্টসে সেরা হয়ে বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। এরপর রাজ্য স্তরের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপে সুযোগ পায়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১০ থেকে ১৬ মার্চ এই প্রতিযোগিতা আয়োজিত হয়। সেখানে ৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে তার এই সাফল্যের মাঝেও কোথাও যেন না পাওয়ার গল্প লুকিয়ে আছে।
advertisement
advertisement
পারিবারিক অনটনকে সঙ্গী করেই বড় হতে হচ্ছে পপিতাকে। তাই ইচ্ছে থাকলেও আরও ভালো করে স্পোর্টস ট্রেনিং নিতে পারে না। তার স্বপ্নের নাম নীরজ চোপড়া। সোনার ছেলে নীরজের মতই আন্তর্জাতিক মঞ্চে পপিতা দেশের নাম উজ্জ্বল করতে চায়। কিন্তু সরকারি সাহায্য পেলে তবেই এই স্বপ্ন বাস্তব হওয়া সম্ভব। এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে এই কৃতি কলেজ ছাত্রী।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 4:43 PM IST

