Panchayat Election 2023: 'তৃণমূলের এখনকার নেতারা সবই বামেদের লোক,' বিস্ফোরক দাবি দলত্যাগী নেতার
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Panchayat Election 2023: দিনহাটা মহকুমায় ভোটের মুখে দল ছাড়লেন দিনহাটা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক
দিনহাটা: কোচবিহার জেলায় তৃণমূলের অন্দরে ভাঙন অব্যাহত। এর মাঝেই দিনহাটা মহকুমায় দল ছাড়লেন দিনহাটা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক। দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে তিনি ছিলেন ঘাসফুল শিবিরে। তবে তারপরেও ঠিক কী কারনে তাঁকে দলের পঞ্চায়েত ভোটের প্রার্থী করা হল না, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এছাড়াও দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধেও তিনি একরাশ ক্ষোভ প্রকাশ করেন। রীতিমতো অভিযোগ করে জানান, “টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ বিক্রি করা হচ্ছে দিনহাটা ১ নম্বর ব্লকের। এবং এই কেনাবেচার মূল কান্ডারী স্বয়ং বিধায়ক উদয়ন গুহ।”
advertisement
advertisement
তিনি আরও বলেন,” তৃণমূল কংগ্রেসের বর্তমানে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই বামফ্রন্টের লোক। তৃণমূল কংগ্রেস আগের কর্মীদের কোন জায়গা বা সম্মান নেই এই দলের মধ্যে।” উদয়ন গুহ নিজেই দলের ভাবমূর্তি নষ্ট করছে বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস দলে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। পরবর্তীতে কোন দলে যাবেন বা আদতেও রাজনীতি কিভাবে করবেন সেটা তিনি পরে প্রকাশ করবেন বলে জানান।
advertisement
তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিষয়ে এই সমস্ত মন্তব্যের বিষয়ে নিয়ে একাধিকবার উদয়ন গুহকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। যদিও ভোটের মুখে দলীয় নেতাকর্মীদের এভাবে পদত্যাগ বা তরফ ত্যাগ করার কারণে কিছুটা হলেও চাপের মুখে পড়তে হচ্ছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসকে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2023 2:31 PM IST









