Panchayat Election 2023: অগ্নিগর্ভ দিনহাটায় সংঘর্ষ, হাসপাতালে ছুটতে হল রাজ্যপালকে, কেন জানেন?

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েত সমিতির প্রার্থীর ছেলেকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় শাসকদলের গিতালদহ ১ নং অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ আহত হয় বেশ কয়েকজন। আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল।

আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল!
আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল!
কোচবিহার: রাজ্যপালের কোচবিহার সফরের মাঝেই দিনহাটা মহকুমার গিতালদহ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল গভীর রাতে। পঞ্চায়েত সমিতির প্রার্থীর ছেলেকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় শাসকদলের গিতালদহ ১ নং অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। প্রাথমিক অবস্থায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুইজনকে কোচবিহারে স্থানান্তরিত করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘শাসকদলের পঞ্চায়েত সমিতির প্রার্থী জান্নাতি খাতুন বিবির ছেলে রাজু হককে অপহরণ করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। অপহরণের খবর জানাজানি হতেই শাসকদলের সমর্থকরা রাজুকে উদ্ধার করতে যান। আর সেখানেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের মোট ছয় জন। ঘটনায় গুরুতর আহত হন মাফুজার রহমান ও রফিকুল ইসলাম। তাঁদেরকে কোচবিহারের স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।’
advertisement
advertisement
এদিন সকালে কোচবিহারের সেই নার্সিংহোমে গুরুতর আহতদের পরিদর্শনে আসেন রাজ্যপাল। তিনি সেখানে এসে আহতদের শারীরিক অবস্থা দেখেন। আহতদের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন। এবং সেখানের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তবে রাজ্যপালের কোচবিহারের সফরের মাঝেই কোচবিহারের পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘এই ঘটনায় রাতেই তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। এবং দু’জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি তদন্তও চলছে।’
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election 2023: অগ্নিগর্ভ দিনহাটায় সংঘর্ষ, হাসপাতালে ছুটতে হল রাজ্যপালকে, কেন জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement