Madhupur Satra Rath: মধুপুর সত্রের রথের মেলা! জড়িয়ে রয়েছে নানা ইতিহাস

Last Updated:

বৈষ্ণব ধর্মালম্বীদের অন্যান্য সকল মন্দিরে, জাঁকজমকের সাথে রথ উৎসব পালন করা হলেও এখানে এখন আর রথ উৎসব পালন করা হয় না। তবে একটা সময় এখানেও জাঁকজমকের সাথে রথ উৎসব পালন করা হতো।

+
Madhupur

Madhupur Satra Rath: মধুপুর সত্রের রথের মেলা! জড়িয়ে রয়েছে নানা ইতিহাস

মধুপুর: কোচবিহার মধুপুর এলাকায় রয়েছে বৈষ্ণব ধর্মালম্বীদের ধাম মধুপুর সত্র। এই ধামের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শংকর দেব। তিনি তাঁর শেষ বয়সে বৈষ্ণব ধর্ম প্রচার করতে কোচবিহার রাজ্যে এসেছিলেন। সেই সময়ের মধুপুর এলাকায় তিনি তার শিষ্যদের সঙ্গে বিশ্রাম করার সময় গেছে থাকা মৌমাছির চাক থেকে মধু আহরণ করে খেয়েছিলেন। তখন থেকেই এই জায়গার নাম হয় মধুপুর।
তারপর তিনি সেখানে একটি ধাম প্রতিষ্ঠা করেন। এবং এখানেই তিনি নিজেকে সমাধিস্থ করেন। তখন থেকেই এই ধামের গুরুত্ব আরোও বেড়ে ওঠে। বর্তমানে এই ধাম কোচবিহারের একমাত্র মন্দির যেখানে যাবতীয় বিষয় পরিচালনা করা হয় অসম সরকার দ্বারা। এবং অসম সরকার এখানের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতে আর্থিক অনুদান ও বরাদ্দ করে থাকে।
advertisement
তবে বৈষ্ণব ধর্মে রথের মেলার গুরুত্ব রয়েছে অনেক খানি। আর মূলত সে কারণেই এই ধাম বৈষ্ণব ধর্মালম্বীদের হওয়ার কারণে এখানে একটা সময় রথের মেলা আয়োজন করা হতো। তবে বেশ কিছু কারণের জন্য এখানে রথের মেলা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে বৈষ্ণব ধর্মালম্বীদের এই পবিত্র ধামে আর কোন রথের মেলায় আয়োজন করা হয় না।
advertisement
advertisement
মধুপুর ধামের সত্রাধিকারী পীতাম্বর রায় ভকত জানান, \”এই ধামে বিশেষ বিশেষ কিছু তিথিতে কিছু পুজো পার্বণের আয়োজন করা হয়। তার মধ্যে প্রধান হল ধর্মগুরু শংকরদেবের জন্মতিথি ও প্রয়াণ তিথি। এছাড়াও এখানে রাস উৎসব পালন করা হয়। রাস উৎসবের উপলক্ষে এখানে মেলাও বসে।\”
তিনি আরোও জানান, \”ধর্মগুরু শংকর দেব তাঁর শেষ বয়সে ধর্ম প্রচার করতে কোচ রাজ্যে এসেছিলেন তার বেশ কিছু শিষ্যদের সঙ্গে। তখন তিনি এই মধুপুর এলাকায় এই ধামের প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়েই দেহ ত্যাগ করেন। তখন থেকে এই ধামের মাহাত্ম্য আরো অনেকটাই বেড়ে ওঠে বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে।
advertisement
আরও পড়ুন: Success Story : বার্ষিক স্কলারশিপ ৪৫ লক্ষ! রসায়নে গবেষণার লক্ষ্য়ে জলপাইগুড়ির মেয়ে স্বপ্নের উড়ানে আমেরিকার পথে
বৈষ্ণব ধর্মালম্বীদের অন্যান্য সকল মন্দিরে, জাঁকজমকের সাথে রথ উৎসব পালন করা হলেও এখানে এখন আর রথ উৎসব পালন করা হয় না। তবে একটা সময় এখানেও জাঁকজমকের সাথে রথ উৎসব পালন করা হতো। তবে আগে যারা এখানকার দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে সেই রথ উৎসব পরিচালনা করতে পারেননি। মূলত সেই কারনের জন্যই ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে এখানকার রথ উৎসব।\”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Madhupur Satra Rath: মধুপুর সত্রের রথের মেলা! জড়িয়ে রয়েছে নানা ইতিহাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement