Cooch Behar News: মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশকে উন্নত করে তুলতে উদ্যোগী কর্তৃপক্ষ

Last Updated:

দীর্ঘ বহু সময় ধরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশ ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। তবে কিছুদিন আগে করা নিউজ ১৮ লোকাল এর খবরের কারণে নড়ে চড়ে বসে হাসপাতালের কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা নেওয়া হয় হাসপাতালের চারিপাশের পরিবেশকে উন্নত করে তোলার।

+
মাথাভাঙ্গা

মাথাভাঙ্গা হাসপাতাল

#কোচবিহার : দীর্ঘ বহু সময় ধরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশ ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। তবে কিছুদিন আগে করা নিউজ ১৮ লোকাল এর খবরের কারণে নড়ে চড়ে বসে হাসপাতালের কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা নেওয়া হয় হাসপাতালের চারিপাশের পরিবেশকে উন্নত করে তোলার। সেই মর্মে কাজও শুরু করে দেওয়া হয়েছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। হাসপাতাল চত্বরের চারপাশে লাগানো হচ্ছে ফুলের গাছের চারা। এছাড়াও হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে রোগীদের জন্য সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হচ্ছে।
হাসপাতাল চত্বরের ফাকা জায়গা গুলিকে লোহার নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশকে উন্নত করে তুলতে কোনরকম খামতি রাখছে না মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ। মাথাভাঙ্গা হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডঃ মাসুদ হাসান জানান, "আমরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পরিবেশকে উন্নত করে তুলতে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি। কিছুই ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। আর কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চলছে।
advertisement
advertisement
আমরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালকে রোগীদের জন্য উন্নতমানের একটি হাসপাতাল করে তুলতে বদ্ধপরিকর। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগকেও নতুন করে সাজানো হচ্ছে। বাইরে এবং ভিতরে রং করার কাজ চলছে। এছাড়াও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা স্তুপ সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলা হয়েছে।" দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা সুপার স্পেশালিটি হসপিটালের দাবি তুলছিলেন স্থানীয়রা। তার মূলত কারণ ছিল হাসপাতালে বেহাল দশা।
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় চান্দামারির এবারের থিম 'মৌমাছির দেশ'
তবে এই বেহাল দশার চিত্র সঠিক করে তুলতেই উদ্যোগী হয়েছে মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় মিঠুন সরকার বলেন, "দীর্ঘ সময় ধরে হাসপাতালের অবস্থা বেহাল হয়েছিল। তবে বর্তমানে যে উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। তার ফলে হাসপাতাল চত্বরের পরিবেশ কিছুটা হলেও উন্নত হয়েছে। এখানে চিকিৎসা করাতে আসা রোগীরা এই উন্নয়নের কাজের ফলে অত্যন্ত খুশি।"
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশকে উন্নত করে তুলতে উদ্যোগী কর্তৃপক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement