Kali Puja News: কালী পুজোয় এবার শিবের তাণ্ডবের থিম! নজর কাড়বে কোচবিহারের বিবেক সংঘ!

Last Updated:

Kali Puja News: এবছর রয়েছে বিবেক সংঘের কালী পুজোর রজত জয়ন্তী বর্ষ পূর্তি উদযাপন করা হচ্ছে। তাই মূলত সে উপলক্ষেই পুজোর তোড়জোড় ও প্রস্তুতি চলছে জোর কদমে।

+
বিবেক

বিবেক সংঘের কালী পুজোয় এবার থিম শিবের তান্ডব

#কোচবিহার: কোচবিহার শহরের হাতেগোনা যে কয়েকটি বারোয়ারী পুজো কমিটির কালি পুজো করা হয় তাদের মধ্যে এই বিবেক সংঘ অন্যতম। প্রতিবছর তারা নিত্য নতুন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করেন। দুর্গা পুজোর সময় সেরকম খুব একটা জাঁকজমক না থাকলেও। মূলত কালী পুজোই এখানে প্রধান করা হয়ে থাকে। এলাকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো উৎসাহী হয়ে থাকেন কালী পুজো আসার আগে থেকেই। সাধারণ মানুষকে থিমের মাধ্যমে তাক লাগাতে বিবেক সংঘ নিত্য নতুন থিম তৈরি করে প্রতিবছর কালী পুজোর সময়।
তবে বিগত দুই বছর করোনা পরিস্থিতির কারণে পুজো সেরকম একটা জাঁকজমকপূর্ণ হয়নি এই বিবেক সংঘের। দু'বছর বাদে এ বছর করোনার প্রভাব অনেকটাই কম। এছাড়াও এবছর রয়েছে তাদের কালী পুজোর রজত জয়ন্তী বর্ষ পূর্তি। তাই মূলত সে উপলক্ষেই পুজোর তোড়জোড় ও প্রস্তুতি চলছে জোর কদমে। ক্লাবের প্রত্যেকটি সদস্য উৎসাহী হয়ে রয়েছেন এবছরের কালী পুজো উপলক্ষে। প্রত্যেকটি সদস্যর পাশাপাশি খুশি হয়ে রয়েছেন গোটা এলাকার মানুষেরা। কালী পুজোর আনন্দ এ বছর তারা জমিয়ে উপভোগ করবেন এমনটাই আশা রয়েছে তাদের।
advertisement
বিবেক সংঘ কালী পুজো কমিটির সভাপতি মৃগাঙ্ক দাস বলেন, "বিবেক সংঘ সর্বদাই বিভিন্ন ধরনের মানবিক ও সংস্কৃতি মূলক কাজকর্মের সাথে জড়িত থাকে। এ বছর আমাদের বিশেষ করে, বড় করে পুজো করা হচ্ছে। কারণ, এবছর আমাদের রজতজয়ন্তী বর্ষ উদযাপন হবে। মূলত সে উপলক্ষে আমরা এ বছর থিম করেছি শিবের তাণ্ডব। মোট সাত লক্ষ টাকা বাজেটের মধ্যে তৈরি করা হচ্ছে পুজোর এই থিম। এছাড়াও বিশেষ এই থিমের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মানবিকতা মূলক কাজকর্ম। গোটা এলাকার মানুষেরা আমাদের পাশে রয়েছে এবং আমরা আশাবাদী যে এ বছর আমাদের পুজো সাধারণ মানুষের মন জয় করতে পারবে।"
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Kali Puja News: কালী পুজোয় এবার শিবের তাণ্ডবের থিম! নজর কাড়বে কোচবিহারের বিবেক সংঘ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement