Coochbehar News: ব্যবসার সঙ্গে বাড়িও গেল! ভয়াবহ কাণ্ড প্রেমেরডাঙায়, মুহূর্তে বদলে গেল পরিস্থিতি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ভয়ঙ্কর আগুন মুহূর্তের মধ্যে কেড়ে নিল ব্যবসা ও বাড়ি। ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের প্রেমেরডাঙা এলাকায়
কোচবিহার: ব্যবসার পাশাপাশি বাড়ি কেড়ে নিল আগুন। পুড়ে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। মাথাভাঙা-২ ব্লকের প্রেমেরডাঙা পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা পরীক্ষিৎ সরকারের বাড়িতে রাখা পাটকাঠির গাদায় প্রথমে আগুন লাগে। শুকনো পাটকাঠি সেই আগুনকে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।
আগুন লেগেছে দেখে প্রথমে স্থানীয়রাই এগিয়ে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেন নিশিগঞ্জ দমকল কেন্দ্রে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পূর্ন জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বাড়িতে পাটকাঠি মজুত করে রাখার কারণে মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। পরীক্ষিৎ সরকারের গোটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
ব্যবসার পাটকাঠি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির সব কিছু আগুনে হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন পরীক্ষিৎ সরকার। রীতিমত শোকে বিহ্বল তাঁর পরিবারের সদস্যরা। এবার কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তাঁরা।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 11:55 AM IST