Gerbera Flower: পুজো আসতেই জারবেরা ফুলের চাহিদা তুঙ্গে, যোগান কম থাকায় চাপে চাষিরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
দুর্গাপুজোর সময় এই বিশেষ ফুলের চাহিদা থাকে তুঙ্গে, অথচ তখনই কম উৎপাদন হওয়ায় চাপে পড়েছেন চাষিরা
কোচবিহার: ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জা, সবেতেই ব্যাবহার করা হয় এই ফুল। দুর্গাপুজোর সময় সাজসজ্জার কাজে এই ফুলের ব্যবহার বেশি মাত্রায় হয়। তবে অনেকেই হয়তো ভাবেন এই ফুল আসে কোথা থেকে? অথবা কোথায় ফোটে এই ফুল? ই ফুল আপনাদেরই এলাকা থেকে আসে। এলাকারই কিছু চাষি চাষ করেন এই ফুল। এই বিশেষ ফুলটির নাম হল জারবেরা। এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায়। খরচও বেশ কম। তবে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে এই ফুল চাষ করতে হয়। এই ফুল বিক্রি করে ভাল মুনাফার মুখ দেখাও সম্ভব। তবে এবার যোগান কম থাকায় দুর্গাপুজোর আগে চাপে পড়ে গিয়েছেন ফুল চাষিরা।
কোচবিহারের এক জারবেরা ফুল চাষি দুলাল সরকার জানান, দীর্ঘদিন ধরে এই ফুল চাষ করে তিনি কিছুটা হলেও আর্থিক স্বচ্ছলতা পেয়েছেন। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই চাহিদাও বেশি। সারা বছর এই ফুলের চাহিদা লেগেই থাকে। কিন্তু সেই তুলনায় এই ফুলের যোগান কম। তাই কেউ এই ফুল চাষ করলে আর্থিকভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন খুব সহজেই। বর্তমানে তিনি তাঁর বাড়ির এলাকায় এই ফুলের চাষ করছেন। তবে শুধুমাত্র এই ফুল বিক্রি করেই নয়, এই ফুলের চারা গাছ বিক্রিও করে ভাল আয় করা সম্ভব।
advertisement
advertisement
তিনি আরও জানান, দুর্গাপুজোর সময় এই ফুলের চাহিদা সব থেকে বেশি থাকে। তবে এই ফুল খুচরো বিক্রি করার থেকে পাইকারি বিক্রি করলে বেশি লাভবান হওয়া সম্ভব। এক রঙের ফুলের থেকে বেশ কয়েকটি রঙের ফুল মিলিয়ে মিশিয়ে চাষ করলে লাভ বেশি পাওয়া যায়। তবে পুজোর এই মরশুমে বাজারের যখন চাহিদা প্রচুর তখন এই ফুল ফোটে তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই ফুলের যোগান দিতে রীতিমত চাপের মুখে পড়তে হয়।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 3:09 PM IST