Alipurduar News: বিপুল টাকার সেগুন কাঠ উদ্ধার, পাচারের আগেই বড় সাফল্য
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান। কোচবিহার জেলার বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়।
আলিপুরদুয়ার: ফের উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় কাঠ চোরাচালানের চেষ্টা। যদিও পাচারের আগেই মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। কোচবিহারের বইনাগুড়ি এলাকার ঘটনা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান। কোচবিহার জেলার বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়। সুত্রের খবর, কাঠগুলি বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘোড়ামারা জঙ্গল সংলগ্ন এলাকা থেকে পাচার করা হয়েছিল। সড়ক পথে সেগুলো কলকাতায় পাচার করার পরিকল্পনা ছিল বলে বনবিভাগের অনুমান।
advertisement
advertisement
বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া সেগুন কাঠের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। কাঠগুলি উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে নিয়ে আসা হয়। এই প্রসঙ্গে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার রানা গুহ বলেন, কোচবিহার জেলার বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ সিএফটি সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠগুলি বক্সার জঙ্গল লাগোয়া এলাকা থেকে পাচার করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর। পাচারকারীদের খোঁজে তদন্ত চলছে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2023 7:06 PM IST







