Cooch Behar News: মুক্তি যুদ্ধের সময়ের ট্যাঙ্ক রয়েছে কোচবিহারে! সাগরদিঘীতে পর্যটকদের বড় আকর্ষণ

Last Updated:

Cooch Behar News: কোচবিহারের প্রাক্তন সেনা কর্মীদের সংগঠন এই ট্যাঙ্ক এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। বর্তমান সময়ে এই ট্যাঙ্ক সাগরদিঘী চত্বরের শোভা বাড়িয়ে তুলছে। প্রচুর মানুষ এই ট্যাঙ্ক দেখতে আসেন।

+
বাংলাদেশের

বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময়ের ট্যাঙ্ক

কোচবিহার: বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার গল্প রোমাঞ্চে ভরপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে ব্যাপক সহযোগিতা করেছিল ভারত। দীর্ঘ সময় ধরে চলে এই মুক্তিযুদ্ধ। তারপর এই মুক্তিযুদ্ধে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান মানে বর্তমান সময়ের পাকিস্তান। পাকিস্তানকে তৎকালীন সময় যুদ্ধের সহযোগিতার জন্য এই প্যাটন ট্যাঙ্ক দিয়ে সহযোগিতা করেছিল আমেরিকা। যুদ্ধে পরাজয়ের পর এই সময় ট্যাঙ্ক পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তখন মুক্তি যুদ্ধের স্মারক হিসেবে ভারতীয় সেনা এই ট্যাঙ্ক গুলি নিয়ে আসে বাংলাদেশ থেকে। একটি ট্যাঙ্ক রাখা হয় কোচবিহারের। যেটি কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে রাখা ছিল দীর্ঘ সময় পর্যন্ত।
কোচবিহারের এক প্রবীণ বাসিন্দা আনন্দজ্যোতি মজুমদার জানান, “এই ট্যাঙ্ক কোচবিহারের নিয়ে আসার পর দীর্ঘ দিন পর্যন্ত কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে পড়ে ছিল। তারপর কোচবিহারের তৎকালীন জেলা শাসক সেটিকে নিয়ে এসে রাখেন কোচবিহার সাগরদিঘি চত্বরে। সেখানে সেটিকে বাচ্চাদের ও বড়দের মনোরঞ্জন করেছে বহু দিন। সেটির ভিতরে প্রবেশের ক্ষেত্রেও তখন কোন বাধা ছিল না। তবে একপ্রকার অবহেলায় নষ্ট হয়ে যেতে শুরু করে সেটি। তবে পরবর্তী সময়ে কোচবিহারের প্রাক্তন সেনা কর্মীদের সংগঠন এই ট্যাঙ্ক এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিজেদের কাঁধে তুলে নেন। বর্তমান সময়ে এই ট্যাঙ্ক সাগরদিঘী চত্বরের শোভা বাড়িয়ে তুলছে। এছাড়াও প্রচুর মানুষ এই ট্যাঙ্ক দেখতে আসেন।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “বর্তমান সময়ে এই ট্যাঙ্ক এর চারিপাশ ঘিরে দেওয়া হয়েছে বেশ সুন্দর ভাবে। যাতে যেকোন মানুষ খুব সহজে সেখানে প্রবেশ করতে না পারে। এবং ট্যাঙ্ক রঙ করা থেকে শুরু করে সেখানে তৈরি করা হয়েছে একটি শহীদ বেদি। সুন্দর ভাবে সংরক্ষণ করা হয়েছে এই ট্যাঙ্কটিকে। পশ্চিমবঙ্গের মাত্র দুটি জায়গায় এই ট্যাঙ্ক রয়েছে বলে জানা যায়। একটি রয়েছে বালুরঘাটে আর একটি রয়েছে কোচবিহার জেলায়। বহু বাইরের পর্যটক কোচবিহারে আসলে এই ট্যাঙ্ক এর দেখতে ভিড় জমান। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মুক্তি যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে এই প্যাটন ট্যাঙ্ক।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: মুক্তি যুদ্ধের সময়ের ট্যাঙ্ক রয়েছে কোচবিহারে! সাগরদিঘীতে পর্যটকদের বড় আকর্ষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement