Cooch Behar News: কাঁটাতার সংঘাত! হলদিবাড়ি সীমান্তে 'গেট' বিতর্ক তুঙ্গে! বিএসএফ-স্থানীয় চরম তরজা

Last Updated:

Cooch Behar News: সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে বহু কৃষকের জমি রয়েছে। এই চাষ জমির ওপর ভরসা করেই সংসার প্রতিপালন করেন তাঁরা। সেই কাঁটাতারের ওপারের জমিতে কৃষকদের কাজে যেতে বাঁধা দিচ্ছে বিএসএফ।

+
বিএসএফ-স্থানীয়

বিএসএফ-স্থানীয় চরম তরজা

হলদিবাড়ি: সীমান্ত এলাকায় আবারও স্থানীয় মানুষ ও বিএসএফের সমস্যা ক্রমশ বাড়ছে। মূলত কাঁটাতারের বেড়ার ওপারের জমিতে যাওয়া নিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বিএসএফের ১৫ নম্বর ব‍্যাটেলিয়নের হুদুমডাঙা সীমা চৌকি সংলগ্ন ১০ নম্বর গেটের মধ্যে এই সমস্যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে বহু কৃষকের জমি রয়েছে। এই চাষ জমির ওপর ভরসা করেই সংসার প্রতিপালন করেন তাঁরা। তবে সেই কাঁটাতারের ওপারের জমিতে কৃষকদের কাজে যেতে বাঁধা দিচ্ছে বিএসএফ। এমনটাই দাবি এলাকার স্থানীয় মানুষের একাংশের।
এই সমস্যার জন্য গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, "কাঁটাতারের ওপারে ভারতীয় অনেক চাষির চাষের জমি রয়েছে। সেই জমিতে প্রবেশের ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা জারি করা রয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। সেই নিয়মেই এতদিন গেটের ভেতরে প্রবেশ ও বাহির করানো হত। বিভিন্ন চাষবাস ও করা হত। তবে বেশ কিছুদিন ধরে বিএসএফের নতুন কিছু নিয়মে কৃষকদের কাজে বাঁধা দেওয়া হচ্ছে। সময় মতন গেট খুলে দেওয়া হচ্ছে না। এর ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্ত কৃষকদের। এই চাষের জমিতে চাষ না করলে সংসার চলাতে তাঁরা রীতিমত সমস্যার সম্মুখীন হবেন।"
advertisement
advertisement
এই বিষয় নিয়ে বিএসএফের ওপর রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছেন হুদুমডাঙা, দর্জি পাড়া, ফকির পাড়া, পাঠানপাড়া, ডাঙাপাড়া এলাকায় বাসিন্দারা। তবে গোটা বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য প্রকাশ করা হয়নি। যদিও বিক্ষোভের পর গেট খোলার সময় আবার আগের মতো করে দেওয়া। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তহিদুল মহম্মদ ও আব্দুল রহমান সরকার জানান, "সাময়িক ভাবে এই সমস্যা সমাধান করা হলেও, পরে আবার এই সমস্যা তৈরি হতে পারে। তাই জেলা প্রশাসনের উচিত বিষয়টি নিয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। নাহলে সীমান্তের এই সমস্ত কৃষকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। এবং এই সমস্যা জন্য এলাকায় আরও বৃহত্তর আন্দোলন ও হতে পারে।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: কাঁটাতার সংঘাত! হলদিবাড়ি সীমান্তে 'গেট' বিতর্ক তুঙ্গে! বিএসএফ-স্থানীয় চরম তরজা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement