Cooch Behar News: স্বামীর মৃত দেহ ভেসে উঠেছিল জলে! এক বছর পর খুঁজতে এসে যা করলেন স্ত্রী! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Cooch Behar News: এক বছর আগেই মারা যান স্বামী! জলে ভেসে উঠেছিল দেহ! এত দিন পর যা করলেন স্ত্রী! তাও স্বামীর মৃত্যুর ঘটনাস্থলে এসে! জানুন
#চ্যাংরাবান্ধা: স্বামীর মৃত্যুর সঠিক কারণ খুঁজতে উত্তরপ্রদেশ থেকে চ্যাংরাবান্ধায় এলেন মৃত ট্রাক চালকের স্ত্রী গীতা দেবী। তবে তিনি অভিযোগ করে জানান, "এখানে এসে তিনি প্রশাসনের কাছ থেকে সঠিক সহযোগিতা পাচ্ছেন না। তাকে সঠিক ভাবে সহযোগিতা করা হচ্ছে না।" প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি জলাশয় থেকে এক ট্রাকচালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকা জুড়ে। মৃত ওই ট্রাকচালকের নাম ছিল লখবিন্দর সিং। সে পঞ্জাবের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জলাশয়ের মধ্যে হঠাৎ একটি মৃতদেহ ভাসতে দেখেন। তারপরই মেখলিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল মাথাভাঙ্গার পুলিশ মর্গে।
ওই ট্রাকচালক চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকাতেই কাজ করতেন। মৃত ওই ট্রাকচালক তাঁর স্বামী বলে দাবি করেছেন গীতা দেবী। স্বামীর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত চাইছেন তিনি। পাশাপাশি স্বামীর ডেথ সার্টিফিকেটও চাইছেন তিনি। কিন্তু, স্বামীর মৃত্যুর কারণ খুঁজতে এক বছর পর কেন তাঁর আগমন এই এলাকায়? যদিও এই বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন, "বিভিন্ন সমস্যার কারণেই এতদিন আসা সম্ভব হয়নি তাঁর। বিষয়টি নিয়ে তিনি মেখলিগঞ্জ থানা এবং চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা বিশ্বাসেরও দ্বারস্থ হয়েছেন জানান তিনি।"
advertisement
চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা বিশ্বাস জানিয়েছেন, "ওই মহিলা তাঁর স্বামীর ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তার কাছে। নিয়ম মেনে সেটা দ্রুত তাকে দিয়ে দেওয়া হবে। তবে তিনি অনেক দেরি করে আসার কারণে কিছুটা সময় লাগছে।" এছাড়া গোটা বিষয়টি নিয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, "ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর বিষয় নিয়ে মেখলিগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুলিশ তাকে সাহায্য করবে। পুলিশ সব সময় সহযোগিতার জন্য রয়েছে।"
advertisement
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 24, 2022 9:53 PM IST