Mixed Harvesting: মিশ্র চায়ে দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক! স্কুল শিক্ষকতার পাশাপশি করছেন বহু ধরনের চাষ!

Last Updated:

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মিশ্র চাষ করে নজর কেড়েছেন এক ব্যক্তি। নেশায় চাষি কিন্তু পেশায় স্কুল শিক্ষক রূপম পাল দীর্ঘ সময় ধরেই এই ধরনের চাষ আবাদ করে আসছেন।

+
নিজস্ব

নিজস্ব ছবি ৷

#তুফানগঞ্জ: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মিশ্র চাষ করে নজর কেড়েছেন এক ব্যক্তি। নেশায় চাষি কিন্তু পেশায় স্কুল শিক্ষক রূপম পাল দীর্ঘ সময় ধরেই এই ধরনের চাষ আবাদ করে আসছেন। তার করা বাগানের প্রায় প্রত্যেকটি গাছে ব্যাপক পরিমাণে ফল পেয়েছেন তিনি। জানা গিয়েছে দেশ ও বিদেশের নানা ধরনের ফলের গাছ ও সবজি চাষ করেছেন তিনি। তার করা বাগানের মধ্যে রয়েছে আপেল, কমলালেবু, স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট এবং পেয়ারা। এবং আরোও কিছু গাছ রয়েছে তবে সেগুলিতে এখনও সেরকম ফল ধরেনি। তবে কিছুদিনের মধ্যেই ফল ধরতে শুরু করবে।
রূপম পাল জানান, "শিক্ষকতা করার পাশাপাশি এই মিশ্র চাষ করা একদম সহজ ছিল না। তবে ব্যস্ততার মাঝেই সময় বের করে করতে হয়েছে। বাড়িতে কিছু ফাকা জমি রয়েছে। সেখানেই প্রথমে পরীক্ষামূলক ভাবে এই চাষাবাদ শুরু করেন তিনি। তবে ধীরে ধীরে ফলন বাড়তে শুরু করলে চাষাবাদের প্রতি নতুন করে আগ্রহ জন্মায়।
বর্তমানে তো অনেকটা বেশি জায়গা জুড়ে এই মিশ্র চাষ করছেন তিনি। তুফানগঞ্জ-১ ব্লকের সহকৃষি অধিকর্তা ড. তাপস দাস বলেন, "সঠিক ফলের জাত ও পরিচর্যার মাধ্যমে কৃষকেরা এই ধরনের চাষ করে লাভবান হতে পারবেন। চাষের আগে অবশ্যই কৃষি দপ্তরের পরামর্শ নিলে ভালো হয়।"
advertisement
advertisement
আরও পড়ুন:  Murshidabad News : নাবালিকা বিয়ে রুখে জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হল কন্যাশ্রীদের
তবে গোটা তুফানগঞ্জ মহকুমা এলাকায় একজন শিক্ষকের এভাবে মিশ্র চাষ করার ফলে রীতিমত নাম ডাক ছড়িয়ে পড়েছে রূপম পালের। স্বল্প ডিমের মধ্যেই বেশ নাম ডাক ছড়িয়ে পড়েছে রূপম পালের। মাঝে মধ্যেই প্রচুর মানুষ তার বাড়িতে আসেন তার এর চাষ আবাদ দেখতে।
advertisement
আরও পড়ুন: Nadia News: নদিয়ায় পুলিশের মানবিক রূপ! মুমূর্ষু রোগীদের বাঁচাতে এগিয়ে এলেন তারা
তার করা এই চাষ আবাদ দেখে অনেকেই তো আবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রুপম পালের। তবে স্থানীয় কৃষকদের তিনি তার চাষাবাদের কৌশল অবলম্বন করে চাষাবাদ করে লাভবান হওয়ার নিদান দিচ্ছেন। অনেক কৃষক তো আবার তার বাড়িতেই উপস্থিত হচ্ছেন তার কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Mixed Harvesting: মিশ্র চায়ে দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক! স্কুল শিক্ষকতার পাশাপশি করছেন বহু ধরনের চাষ!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement