Cooch Behar News: ক্রিসমাস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা! নদী পরিষ্কার করল স্যান্টাক্লজ
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
পরিবেশের অন্যতম লাইফ লাইন হল নদী। কোচবিহার জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তোর্সা নদী ।এই নদীর রুপোলি সম্পদ বোরোলি মাছের খ্যাতি সর্বত্র শুনতে পারে যায়। একটা সময় তোর্সা নদীতে দেখা মিলত প্রচুর নদীর ডলফিনের।
#কোচবিহার : পরিবেশের অন্যতম লাইফ লাইন হল নদী। কোচবিহার জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তোর্সা নদী । এই নদীর রুপোলি সম্পদ বোরোলি মাছের খ্যাতি সর্বত্র শুনতে পারে যায়। একটা সময় তোর্সা নদীতে দেখা মিলত প্রচুর নদীর ডলফিনের। সেই নদী আজ নানা ভাবে দূষণের শিকার হয়ে জরাজীর্ন হয়ে উঠেছে। কোচবিহারের মানুষদের ভালবাসা এবং নদীর প্রতি সচেতনতা তোর্সা নদীর জন্য অত্যন্ত জরুরি। তাই সেই মর্মে সমগ্র কোচবিহারবাসীর শপথ নেওয়া উচিত নদীর বুকে কেউ প্লাস্টিক কিংবা আবর্জনা ফেলব না। এছাড়া কাউকে সেসব ফেলতে দেখলে বোঝাব।
অন্য কোনরকম ভাবে যাতে নদীর জল দূষণের শিকার না হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এদিন ক্রিসমাসের আগে এক পরিবেশ প্রেমী সংগঠন নদীর প্রতি সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়েছিল কোচবিহার ২ নং কালীঘাট এলাকায়। নদীর ধরে যত ধরনের প্লাস্টিক এবং আবর্জনা পড়ে ছিল। সেই সব তারা পরিষ্কার করে দেয়। সমস্ত আবর্জনা কে বস্তায় ভরে তাঁরা নদীর ধার থেকে তুলে নিয়ে আসে।
advertisement
এবং আশপাশের এলাকার মানুষদের কাছে আবেদন জানানো হয় যাতে নদীতে কোনরকম প্লাস্টিক দ্রব্য না ফেলা হয়। সেই মর্মে তারা লিফলেট বিলি করেন হয়েছে কাছে। এছাড়াও বড়দিন উপলক্ষে বাচ্চাদের হাতে চকলেট এবং পেন তুলে দেওয়া হয়। সংগঠনের এক সদস্য সমীর রাউত বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে এদিন তাঁরা কোচবিহারের লাইফ লাইন তোর্সা নদীকে দূষণ মুক্ত করার অঙ্গীকার নিয়েছেন।
advertisement
advertisement
সেই মর্মে এদের নদীর ধারে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও সমস্ত নাগরিকদের এটা বোঝানো হয় যে নদীকে নোংরা করলে এবং দূষণ করলে সকলের ভবিষ্যৎ সময়ে নানান সমস্যা হতে পারে। বড়দিনে নদীকে কেউ নোংরা করব না এই হোক সবার নতুন করে তোর্সা রক্ষার অঙ্গীকার।
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 24, 2022 5:59 PM IST