Coochbehar News: কোচবিহারের বাণেশ্বরে পরপর কচ্ছপের মৃত্যু, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা

Last Updated:

একের পর এক কচ্ছপ মারা যাচ্ছে বাণেশ্বরে। জেলা প্রশাসনের বিশেষজ্ঞ দল এসে তাদের দেখে গেলেও কোন‌ও ফল হয়নি। এই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ফের কচ্ছপের মৃত্যু
ফের কচ্ছপের মৃত্যু
#কোচবিহার: কচ্ছপের মৃত্যু অব্যাহত বাণেশ্বরে। অসুস্থ হয়ে ফের একটি কচ্ছপের মৃত্যু হয়েছে। বাণেশ্বরের শিবদিঘিতে ভেসে উঠেছে মৃত কচ্ছপ। এদিকে অভিযোগ উঠেছে, কচ্ছপের মৃত্যু লুকোতে দেবত্তর ট্রাস্ট তথা জেলা প্রশাসন কাউকে কিছু না জানিয়ে মৃত কচ্ছপটিকে জল থেকে তুলে কোচবিহারে পাঠিয়ে দিয়েছে!
সোমবার মৃত কচ্ছপটির ময়নাতদন্ত হয় কোচবিহারে। এই ঘটনার কথা জানাজানি হতে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন বাণেশ্বরের কচ্ছপদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
advertisement
মাসখানেক আগে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল, কচ্ছপদের স্বাস্থ্য পরীক্ষা করতে ও মৃত্যুর কারণ জানতে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হবে। এমনকি সেই দলটি বাণেশ্বরে গিয়ে কচ্ছপদের নমুনা সংগ্রহ‌ও করে। সেগুলি পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। যদিও প্রশাসনের সেই বিশেষজ্ঞ দল নিয়ে প্রথম থেকেই সন্দেহে ছিল বাণেশ্বরে দীর্ঘদিন ধরে কচ্ছপ নিয়ে কাজ করে আসা 'বাণেশ্বর মোহন রক্ষা কমিটি'। তারা প্রথম থেকেই বলে আসছিল, বাণেশ্বরের কচ্ছপদের নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। ফলে প্রশাসন যদি কচ্ছপদের মৃত্যু ঠেকাতে বাইরে থেকে কোনও বিশেষজ্ঞ দল নিয়ে আসে, তবে সেই বিশেষজ্ঞরা যেন তাদের সঙ্গে একবার অন্তত আলোচনা করেন। যদিও জেলা প্রশাসন তাতে কর্ণপাত করেনি।
advertisement
অভিযোগ উঠেছে, কোচবিহার জেলা প্রশাসন বর্তমানে কচ্ছপদের সুস্থ করে তোলার পরিবর্তে তাদের মৃত্যু লুকোতেই বেশি ব্যস্ত। তবে এই বিষয়ে দেবোত্তর ট্রাস্টের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: কোচবিহারের বাণেশ্বরে পরপর কচ্ছপের মৃত্যু, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement