Cooch Behar News: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

একবার নয় কয়েকবার এই ধরনের ঘটনা ঘটান এই স্কুল শিক্ষক। এমন‌ই অভিযোগ।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে!
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে!
#কোচবিহার: বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষের ভেতরেই চতুর্থ শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে POCSO ধারার পাশাপাশি ৩৪১, ৩২৩, ৫০৬ ভারতীয় দণ্ডবিধি ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে একবার নয় কয়েকবার এই ধরনের ঘটনা ঘটান এই স্কুল শিক্ষক। এমন‌ই অভিযোগ। তারপরে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত নাবালিকার পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন Birbhum News :৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি! কুপিয়ে খুন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে
পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ, "কোচবিহার খাগরিবাড়ি এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সর্বপ্রথম ওই নাবালিকার সঙ্গে দুষ্কর্ম করে ১৫ই আগস্ট। পরবর্তীতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিগত নয় তারিখ সকল ছাত্র-ছাত্রীদের সম্মুখে তাকে আবার যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই সময় শ্রেণিকক্ষে উপস্থিত অন্যান্য ছাত্র-ছাত্রীরা ঘটনার প্রতিবাদ জানায়। তখন শ্রেণিকক্ষে উপস্থিত অন্যান্য ছাত্র-ছাত্রীদেরও ভয় দেখান এই অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে শনিবার সকালে লিখিতভাবে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।"
advertisement
কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, "আমাদের কাছে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে আমরা এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছি। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে। আজ অভিযুক্ত শিক্ষককে বিশেষ আদালতে তোলার ব্যবস্থা করা হচ্ছে।" তবে এই গোটা বিষয় নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মুখে কুলুপ এঁটেছেন। তার মুখ থেকে তার সাফাইয়ে কোন প্রকার কথা বেরোয়নি। বারংবার জিজ্ঞাসাবাদ করেও কোন রকম উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। তবে গোটা বিষয় নিয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, "এ ধরনের শিক্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো।"
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement