হোম /খবর /ক্রাইম /
দোল মেলায় ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের! বিস্তারিত জানলে চমকে উঠবেন

Cooch Behar News: দোল মেলায় ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের! বিস্তারিত জানলে আপনিও চমকে উঠবেন

মারাত্মক কাণ্ড কোচবিহারে

মারাত্মক কাণ্ড কোচবিহারে

Cooch Behar News: বাড়ির মানুষেরা এই ঘটনার খবর পাওয়ার পর দ্রুত মেলায় ছুটে যায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#তুফানগঞ্জ: তুফানগঞ্জ দোল মেলায় ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। একদল দুষ্কৃতীদের মুখোমুখি হয়ে বিপদজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হল জনৈক ওই যুবকের। দশম শ্রেণির ওই ছাত্রের নাম বাপ্পা বর্মন। সে বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি বারকোদালি ২নং গ্রাম পঞ্চায়েতের ধনমোতিয়া এলাকায়। এই বছর সে বিবেকানন্দ বিদ্যালয় থেকে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে। তবে আচমকাই এক দশক শ্রেণির ছাত্রের এমন। পরিস্থিতি হওয়ার কারণে গোটা এলাকায় রীতিমত তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

গোটা এই বিষয়ে জনৈক ওই যুবকের পরিবারের মানুষেরা জানান, "বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যাওয়ার পর একদল অজ্ঞাত পরিচয় যুবক তাঁকে আচমকাই আক্রমণ করে। এবং তাঁকে টানতে টানতে মেলার পেছনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বাড়ির মানুষেরা এই ঘটনার খবর পাওয়ার পর দ্রুত মেলায় ছুটে যায়।

আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস

আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!

এবং তারপর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে আচমকাই কেন তার ওপর এমন আক্রমণ করা হল সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানা সম্ভব হয়নি।"

তুফানগঞ্জ থানার পুলিশ সূত্র জানতে পারা গিয়েছে, "তুফানগঞ্জ মহকুমায় আয়োজিত দোল মেলায় এক দশম শ্রেণির যুবকের উপর একদল দুষ্কৃতীরা আক্রমণ করে। তারপর ওই যুবককে তাঁর বাড়ির মানুষেরা আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে তুফানগঞ্জ থানায়।

তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করা হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এখনোও পযর্ন্ত কোন অভিযুক্তকে ধরতে পারা সম্ভব হয়নি।"

Sarthak Pandit

Published by:Uddalak B
First published:

Tags: Crime