বাংলায় সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই , ট্যুইটে বললেন মমতা
Last Updated:
#কলকাতা: ‘বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই ৷ আমাদের সরকার বৈচিত্রের মধ্যেই ঐক্যে বিশ্বাসী ৷’ বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যুইট ফের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে ৷
Today is World Day for Cultural Diversity for Dialogue and Development. Our State Government has always believed in unity in diversity. Communalism has no place in the minds and hearts of the people of Bengal
— Mamata Banerjee (@MamataOfficial) May 21, 2018
advertisement
advertisement
আসানসোল কিংবা রানীগঞ্জের স্মৃতি আজও টাটকা ৷ গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই দুই এলাকা ৷ সেই ঘটনায় হস্তক্ষেপ করেছিল ন্যাশনাল ফাউন্ডেশন অফ কমিউনাল হারমনি ৷ যারা দেশের সকল প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার দিকে নজর রাখে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রামনবমী এবং হনুমান জয়ন্তির মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত ৷ সেই ঘটনাগুলিকে কেন্দ্র করেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে ওঠে ৷ বিরোধী দল বিজেপির উপরই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অভিযোগ করেছিলেন, ‘হিন্দুত্বের উপর আঘাত এনে বিজেপি রাজ্য জুড়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ৷’
advertisement
রাজ্যবাসীর চোখের সামনে আজও জ্বলজ্বল করছে আসানসোল, রানিগঞ্জ কিংবা ধুলাগড়ের সাম্প্রদায়িক ঘটনা ৷ সেই সমস্ত ঘটনার পরও মুখ্যমন্ত্রীর টুইট কতটা যুক্তিযুক্ত ? তাই নিয়ে প্রশ্ন উঠছেই ৷
view commentsLocation :
First Published :
May 21, 2018 8:05 PM IST