শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বেতন

Last Updated:
#কলকাতা: সুখবর ৷ বেতন বাড়ছে রাজ্যের শিক্ষকদের একাংশ ৷ সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ তিনি নিজে এই সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও অডিও বার্তায় পার্শ্বশিক্ষকদের জন্য দিলেন এক দফা সুখবর ৷
সম্মেলনে মঞ্চেই এল সুখবর ৷ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে বেতন বাড়ছে পার্শ্বশিক্ষকদের ৷ বর্তমানে প্রাথমিকে মাসিক ৫৯০০ টাকা বেতন পেতেন পার্শ্বশিক্ষকেরা ৷ সেই বেতন একলাফে বেড়ে হচ্ছে ১০ হাজার ৷ অন্যদিকে, উচ্চপ্রাথমিকে রাজ্যের পার্শ্বশিক্ষকদের বেতন দেওয়া হত ৮ হাজার টাকা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই বেতন বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা ৷ চলতি বছরের পয়লা মার্চ থেকেই কার্যকর হবে এই নয়া বেতন ৷ এই মুহূর্তে রাজ্যে ৪৮ হাজার পার্শ্বশিক্ষক কর্মরত ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
এখানেই শেষ নয়, পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুবিধায় বিশেষ নজর দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন 
advertisement
বহুদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পার্শ্বশিক্ষককেরা ৷ অবশেষে প্রতীক্ষা শেষে এল সুখবর ৷ পার্শ্বশিক্ষকদের বেশিরভাগ দাবিতেই সিলমোহর দিয়ে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বেতন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement