উলুবেড়িয়ায় অটো উল্টে এক শিশুর মৃত্যু
Last Updated:
অটো উল্টে এক শিশুর মৃত্যু। আহত ছয়। উলুবেড়িয়া শ্যামপুরের রোড়ের জগদীশপুর এলাকার ঘটনা ৷
#উলুবেড়িয়া: অটো উল্টে এক শিশুর মৃত্যু। আহত ছয়। উলুবেড়িয়া শ্যামপুরের রোড়ের জগদীশপুর এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে যাত্রী বোঝাই অটোটি যখন ৫৮ গেটের দিকে যাচ্ছিল, সেই সময় একটি মারুতি ভ্যান ফুটপাথ থেকে হটাৎ রাস্তার উপর উঠে পড়লে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই ঘটনায় এক শিশু-সহ অটোর ছয় যাত্রী আহত হয়েছে । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষন উলুবেড়িয়া- শ্যামপুর রোডে যানচলাচল ব্যাহত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: অমরনাথের পথে ধস, মৃত ৫ পুন্যার্থী
view commentsLocation :
First Published :
July 04, 2018 3:10 PM IST