ইস্তফা দিলেন দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম
Last Updated:
ইস্তফা দিলেন দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম ৷
#নয়াদিল্লি: ইস্তফা দিলেন দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম ৷ পারিবারিক কারণ দেখিয়ে দেশের মুখ্য অআর্থিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন তিনি ৷ অরবিন্দ সুব্রহ্মণ্যমের ইস্তফা মঞ্জুর করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ অরুণ জেটলি বুধবার অরবিন্দ সুব্রহ্মণ্যমের ইস্তফা নিয়ে ব্লগে লিখলেন, পারিবারিক দায়বদ্ধতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান অরবিন্দ ৷
জেটলি ব্লগে আরও লিখলেন, ‘কিছুদিন আগে মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম ভিডিও কনফারেন্সে আমাকে জানান, তিনি আমেরিকাতে ফিরে যেতে চান ৷ পারিবারিক দায়বদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তাঁর এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ৷ আমার কাছে ওর ইস্তফা মঞ্জুর করা ছাড়া অন্য কোনও অপশন ছিল না ৷ ’
advertisement
advertisement
জেটলি আরও জানান, ‘২০১৪ সাল থেকে এই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে বহাল ছিলেন আরবিন্দ সুব্রহ্মণ্যম। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে কাজে যোগ দিলেও, পরবর্তীকালে তা আরও এক বছর বর্ধিত হয়। ’
Location :
First Published :
June 20, 2018 3:21 PM IST