Budget 2019: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল পড়ুয়াদের সংরক্ষণ বিল বাজেটেই
Last Updated:
আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে এই বিল পেশ করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ প্রস্তাবিত বিলে, বেসরকির শিক্ষা প্রতিষ্ঠানে তফশিলি জাতি, উপজাতি, সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের জন্য ১০ শতাংশ বিশেষ সংরক্ষণ দেওয়া হবে৷
#নয়াদিল্লি: উচ্চবর্ণের সংরক্ষণের পর লোকসভা ভোটের আগে আরও একটি চমক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় পড়ুয়াদের জন্য বিশেষ সংরক্ষণের বিল আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার৷
আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে এই বিল পেশ করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ প্রস্তাবিত বিলে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তফশিলি জাতি, উপজাতি, সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের জন্য ১০ শতাংশ বিশেষ সংরক্ষণ দেওয়া হবে৷
10% EWS quota will be implemented in the AY 2019-20 itself in 40,000 Colleges & 900 Univs, without impacting the existing quotas for SCs,STs & OBCs and GEN seats. Additional seats will be created to implement this.@narendramodi @PMOIndia @mygovindia @BJP4India @PIB_India pic.twitter.com/WXN1Qxr8tn
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 15, 2019
advertisement
advertisement
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই থেকেই সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল কোটার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ১০ শতাংশ বিশেষ সংরক্ষণ থাকবে৷ একই সঙ্গে এই সংরক্ষণের আওতায় থাকবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়ারাও৷
জাভড়েকর মঙ্গলবার জানিয়েছেন, '১২৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে মানব সম্পদ উন্নয় মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এই বছর থেকেই অর্থনৈতিকভাবে অনগ্রসর সাধারণের জন্য সংরক্ষণ ব্যবস্থা প্রযোজ্য করা হবে। সিদ্ধান্ত কার্যকর করার সময় তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষিত আসন যাতে ঠিক থাকে আমরা এটা নিশ্চিত করব। আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে।'
advertisement
সামাজিক ন্যায় বিশেষজ্ঞ পিএস কৃষ্ণণের কথায়, 'সরকারকে এক্ষেত্রে দুটি পৃথক আইন তৈরি করতে হবে৷ একটি তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য আইন ও অপরটি জেনারেল কোটার পড়ুয়াদের জন্য৷'
Location :
First Published :
January 17, 2019 10:05 AM IST