পুণেতে ভেঙে পড়ল হোর্ডিং ! মৃত ৪, দেখুন ভয়াবহ সেই CCTV ফুটেজ

Last Updated:
#পুণে: কপালে মৃত্যু লেখা থাকলে যা হয় ! সিগনালে দাঁড়িয়ে ৫-৬টি অটোরিকশ ৷ সঙ্গে বাইকে সওয়ারি বেশ কয়েকজন ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই মাথার উপর ভেঙে পড়ল রাস্তার পাশে থাকা একটা হোর্ডিং ৷ কিছু মানুষ হয়তো পালিয়ে বাঁচলেন ৷ তবে মাথায় হোর্ডিং পড়ে মৃত্যু হল ৪ জনের ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন ৷
পুণের মঙ্গলবার পেঠের ওল্ড মার্কেট চৌকের সিগনালে আজ, শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হোর্ডিং ভেঙে পড়ার পর অটোর ভিতর থেকে এবং বাইকে সওয়ারিদের ছিটকে মাটিতে পড়ে যেতে ৷ অনেকে ঠিক সময় পালিয়ে বাঁচতে পারলেও অটোর ভিতরে থাকা সওয়ারি এবং চালকরা বেরিয়ে আসতে পারেননি ৷ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় ৷ আহতরা সাসুন হাসপাতালে চিকিৎসাধীন ৷ মহারাষ্ট্র সরকারের তরফে নিহতদের পরিবারদের ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুণেতে ভেঙে পড়ল হোর্ডিং ! মৃত ৪, দেখুন ভয়াবহ সেই CCTV ফুটেজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement