দিলীপের বিরুদ্ধে অ্যাম্বুল্যান্স মামলা, খড়গপুরের বাংলোয় হানা দিল পুলিশ
Last Updated:
#কলকাতা: স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স আটকে রেখে ব্যাবহার করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এমনটাই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ সেই নিয়েই বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷ সেই মামলার শুনানিতে আদালতের নির্দেশে খড়গপুরে দিলীপের বাংলোয় হানা দিল পুলিশ ৷ দিলীপ ঘোষের বাড়ি থেকেই ওই অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত করা হয় ৷
উদ্বোধনের নামে অ্যাম্বুল্যান্স ছিনতাই। এমনটাই অভিযোগে আসানসোল আদালতে মামলা দায়ের করেছিল পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ ওই সংগঠনের আধিকারিকরা দাবি করেছিলেন, দু’বছর আগে উদ্বোধনের নামে খগড়পুরে ওই অ্যাম্বুল্যান্স পাঠাতে বলেছিলেন দিলীপ ঘোষ ৷ কিন্তু তারপর আর সেটি ফেরত দেননি ৷
২০১৬ সালের জুলাই মাসে এই অ্যাম্বুল্যান্সটি মুর্শিদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে অনুদান হিসেবে পায় পূর্ব বর্ধমানের বার্নপুরের একটি সেচ্ছাসেবী সংস্থা। ওয়াকিবহাল মহলের মতে, সেইসময় এই সংস্থাটি বিজেপি ঘনিষ্ঠ ছিল। তাই সদ্য বিধায়ক হওয়া দিলীপ ঘোষকে দিয়ে তারা এই অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করাতে চেয়েছিল। রাজ্য বিজেপির সভাপতির ব্যস্ততার জেরে বারে বারে তা ভেস্তে যায়। ঠিক হয়, খড়গপুরে তাঁর বিধানসভা কেন্দ্রে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দিলে তিনি উদ্বোধন করে দেবেন। সেইমতো অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দেওয়া হয় ৷ কিন্তু তারপর আর সেই অ্যাম্বুলেন্স ফেরত দেননি দিলীপ ঘোষ ৷ এমনটাই অভিযোগ করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক ৷
advertisement
advertisement
অ্যাম্বুলেন্সের অভাবে তাঁরা রোগীদের ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না ৷ কখনও ফোন করে, কখনও আবার চিঠি পাঠিয়ে অ্যাম্বুলেন্স ফেরত পাঠানোর জন্য অনুরোধ করলেও সেই সমস্ত বিষয় অগ্রাহ্য করে গিয়েছেন দিলীপ ঘোষ ৷ এমনটাই দাবি করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷
আরও পড়ুন: মৃত্যুতেও ঘুচলো না বহিষ্কারের ক্ষত, শেষযাত্রাতেও আলিমুদ্দিনে গেলেন না সোমনাথ চট্টোপাধ্যায়
view commentsLocation :
First Published :
August 14, 2018 8:40 AM IST