সলমনের বন্দুকের গুলিতে বন্যপ্রাণের মৃত্যু হয়নি
Last Updated:
এবারও জিতে গেলেন সলমন ‘সুলতান’ খান ৷ প্রথমে ‘হিট অ্যান্ড রান’ মামলায় হলেন বেকসুর খালাস ৷ আর সোমবার যোধপুর আদালতও কৃষ্ণসার মামলায় রেহাই দিল সলমন খানকে ৷
এবারও জিতে গেলেন সলমন ‘সুলতান’ খান ৷ প্রথমে ‘হিট অ্যান্ড রান’ মামলায় হলেন বেকসুর খালাস ৷ আর সোমবার যোধপুর আদালতও কৃষ্ণসার মামলায় রেহাই দিল সলমন খানকে ৷ যোধপুর আদালতে রায় বের হওয়ার পর সলমনের পিতা সেলিম খান জানান, ‘পনেরো বছর যখই এই সব নিয়ে কিছু মন্তব্য করিনি ৷ আজও এই নিয়ে মন্তব্য করব না ৷ ’
বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷ ‘হিট অ্যান্ড রান’ মামলায় কিছুটা স্বস্তি মিললেও, সলমনের জীবনে অস্বস্তি তৈরি করতে কৃষ্ণসার হরিণ শিকার মামলা কাঁটা হয়ে বিঁধে ছিল সলমন খানের ভাগ্যে ৷
সোমবার যোধপুর হাইকোর্টে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়দান ৷ এর আগে এই মামলায় নিম্ন আদালত সলমনকে জেল হেফাজতে রাখার রায় দিয়েছিল ৷ নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন সলমনের আইনজীবি ৷ নিম্ন আদালতে সলমনের জয় না হলেও, সোমবার যোধপুর হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে ৷
advertisement
Location :
First Published :
July 27, 2016 12:47 PM IST