কৃষকদের মন পেতে গিয়ে কৃষকদেরই ‘চোর’ বলে বসলেন রাহুল

Last Updated:

সভায় এরকম গন্ডগোল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে , কৃষকদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘ কৃষকরা খাট নিলে চোর আর কোটি টাকার ঘোটলা করে মালিয়া বিদেশ পালালেও ঋণখেলাপি ৷’ কৃষকদের পক্ষ নিতে গিয়ে তাদেরই চোর বলে বসেন রাহুল ৷

রাহুলের খাটসভায় খাটিয়া নিয়ে তোলপাড় ৷ নেতার বক্তব্য শেষ হতে না হতেই খাটের দখল নিয়ে বাঁধল প্রবল বচসা ৷ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধির ‘খাট সভা’ শেষ হতে না হতেই খাট তুলে চম্পট দিলেন কৃষকেরা ৷ শুধু তাই নয় বিনামূল্যে পাওয়া খাট কে দখল করবে তাই নিয়ে হাতাহাতি, মারপিটে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা ৷
advertisement
উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মঙ্গলবার দেওরিয়া থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ এই যাত্রার সময় গ্রামের প্রত্যেক কৃষকের বাড়ি গিয়ে তাদের দাবি জানবেন রাহুল ৷ প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং সভাও করেন তিনি ৷ দেওরিয়ায় খাটিয়া নিয়ে রাহুলের সভা শেষ না হতে হতেই শুরু হয় গন্ডগোল ৷
advertisement
advertisement
News18-এর ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সঙ্গে সভায় যোগ দেওয়া দেওরিয়া গ্রামের কৃষকদের খাট নিয়ে যাওয়া নিয়ে প্রবল বচসা বেধেছে ৷ সেখানে কৃষকেরা দাবি করেছে, রাহুল গান্ধি স্বয়ং সভা শেষের পর খাটিয়াগুলো কৃষকদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ৷
পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমসিম খেয়ে যান কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা ৷ কংগ্রেস নেতা রিতা বহুগুণা বলেন, ‘এতেই প্রমাণিত, এখানে কৃষকরা কতটা খারাপ অবস্থার মধ্যে আছেন ৷ সামান্য ভাঙা খাটিয়ার জন্য নিজেদের মধ্যে এরকম লড়াই করছেন ৷’
advertisement
সভায় এরকম গন্ডগোল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে , কৃষকদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘ কৃষকরা খাট নিলে চোর আর কোটি টাকার ঘোটলা করে মালিয়া বিদেশ পালালেও ঋণখেলাপি ৷’ কৃষকদের পক্ষ নিতে গিয়ে তাদেরই চোর বলে বসেন রাহুল ৷
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
কৃষকদের মন পেতে গিয়ে কৃষকদেরই ‘চোর’ বলে বসলেন রাহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement