কৃষকদের মন পেতে গিয়ে কৃষকদেরই ‘চোর’ বলে বসলেন রাহুল
Last Updated:
সভায় এরকম গন্ডগোল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে , কৃষকদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘ কৃষকরা খাট নিলে চোর আর কোটি টাকার ঘোটলা করে মালিয়া বিদেশ পালালেও ঋণখেলাপি ৷’ কৃষকদের পক্ষ নিতে গিয়ে তাদেরই চোর বলে বসেন রাহুল ৷
রাহুলের খাটসভায় খাটিয়া নিয়ে তোলপাড় ৷ নেতার বক্তব্য শেষ হতে না হতেই খাটের দখল নিয়ে বাঁধল প্রবল বচসা ৷ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধির ‘খাট সভা’ শেষ হতে না হতেই খাট তুলে চম্পট দিলেন কৃষকেরা ৷ শুধু তাই নয় বিনামূল্যে পাওয়া খাট কে দখল করবে তাই নিয়ে হাতাহাতি, মারপিটে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা ৷
advertisement
উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মঙ্গলবার দেওরিয়া থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ এই যাত্রার সময় গ্রামের প্রত্যেক কৃষকের বাড়ি গিয়ে তাদের দাবি জানবেন রাহুল ৷ প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং সভাও করেন তিনি ৷ দেওরিয়ায় খাটিয়া নিয়ে রাহুলের সভা শেষ না হতে হতেই শুরু হয় গন্ডগোল ৷
advertisement
advertisement
News18-এর ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সঙ্গে সভায় যোগ দেওয়া দেওরিয়া গ্রামের কৃষকদের খাট নিয়ে যাওয়া নিয়ে প্রবল বচসা বেধেছে ৷ সেখানে কৃষকেরা দাবি করেছে, রাহুল গান্ধি স্বয়ং সভা শেষের পর খাটিয়াগুলো কৃষকদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ৷
পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমসিম খেয়ে যান কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা ৷ কংগ্রেস নেতা রিতা বহুগুণা বলেন, ‘এতেই প্রমাণিত, এখানে কৃষকরা কতটা খারাপ অবস্থার মধ্যে আছেন ৷ সামান্য ভাঙা খাটিয়ার জন্য নিজেদের মধ্যে এরকম লড়াই করছেন ৷’
advertisement
সভায় এরকম গন্ডগোল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে , কৃষকদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘ কৃষকরা খাট নিলে চোর আর কোটি টাকার ঘোটলা করে মালিয়া বিদেশ পালালেও ঋণখেলাপি ৷’ কৃষকদের পক্ষ নিতে গিয়ে তাদেরই চোর বলে বসেন রাহুল ৷
Location :
First Published :
September 09, 2016 11:10 AM IST