বেতনবৃদ্ধির সঙ্গেই মূল্যবৃদ্ধির ভ্রূকুটি
Last Updated:
সপ্তম পে কমিশনের সুপারিশে এক লাফে ২৩.২৫ শতাংশ মাইনে বাড়ছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কিন্তু এই অচ্ছে দিন নিয়ে খুশি হতে না হতেই খরচা বাড়ার আশঙ্কা জাগল পুরুষদের মনে৷
সপ্তম পে কমিশনের সুপারিশে এক লাফে ২৩.২৫ শতাংশ মাইনে বাড়ছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কিন্তু এই অচ্ছে দিন নিয়ে খুশি হতে না হতেই খরচা বাড়ার আশঙ্কা জাগল পুরুষদের মনে৷ কারণ মাইনে বাড়ানোর সঙ্গে সঙ্গে দিনে ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে মার্কেট, শপিং মল বা রেস্তোরাঁ খোলা রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ অতএব কাজের বাহানায় আর ফাঁকি দেওয়া যাবে না গিন্নিকে৷ কেনাকাটা, খাওয়া-দাওয়া, সিনেমা দেখা এবার চলবে সারা রাত৷
রাত ১০টার পরও কেনাকাটা করা যাবে শপিংমলে। গভীর রাতেও মাল্টিপ্লেক্সে দেখা যাবে পছন্দের সিনেমা। রেস্তোরাঁয় বসে ডিনারের সময়ও বারেবারে তাকাতে হবে না ঘড়ির দিকে। মডেল শপ অ্যান্ড এসট্যাবলিশমেন্ট অ্যাক্টের নয়া নিয়ম কার্যকর হলে, বাস্তবায়িত হতে পারে এই সবকিছুই।
view commentsLocation :
First Published :
July 03, 2016 8:26 PM IST

