হাওড়া ব্রিজ চড়েই পর্বতারোহী
Last Updated:
সম্প্রতি, পুলিশের কথা না শুনে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ে এক ব্যক্তি ৷ তাঁর দাবি ছিল, তাঁকে একটি চাকরি দিতে হবে ৷
সম্প্রতি, পুলিশের কথা না শুনে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ে এক ব্যক্তি ৷ তাঁর দাবি ছিল, তাঁকে একটি চাকরি দিতে হবে ৷ একইসঙ্গে অভিযোগ ছিল পুলিশ তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিচ্ছে না ৷ দেখা হলেই চাকরি পেয়ে যাবেন তিনি ৷
সেই শুনে জনৈক পুলিশের বক্তব্য, এভাবে কথায় কথায় ব্রিজের মাথায় চড়লে তো পর্বতারোহী হয়ে যাবে ৷ এমনিই এভারেস্ট চড়া নিয়ে বিতর্ক কম নেই ৷ এখন তো আবার ফটোশপ করেও এভারেস্ট চড়া যায় ৷
Location :
First Published :
July 08, 2016 8:49 PM IST