পাঠানকোট হামলা ভারতের কারসাজি
Last Updated:
পাঠানকোট হামলার তদন্তে পাক আধিকারিকদের বিশেষ তদন্ত দলকে ভারত সরকার ভারতে আসার অনুমতি দিলেও পাকিস্তান সরকার NIA-কে পাকিস্তানে আসার অনুমতি দিল না ৷ NIA-এর বিশেষ আধিকারিক দল তদন্তের জন্য পাকিস্তান যাওয়ার অনুমতি চেয়েছিল ৷ এদিন সেই আবেদন খারিজ করে দেয় পাক সরকার ৷ এবার বুঝুক ঠেলা ভারত সরকার ৷ এর পর পাক তদন্তকারীরা তদন্তে রিপোর্টে এটা লেখে যে- পাঠানকোট হামলার জন্য দায়ী ভারত ৷ তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷
পাঠানকোট হামলার তদন্তে পাক আধিকারিকদের বিশেষ তদন্ত দলকে ভারত সরকার ভারতে আসার অনুমতি দিলেও পাকিস্তান সরকার NIA-কে পাকিস্তানে আসার অনুমতি দিল না ৷ NIA-এর বিশেষ আধিকারিক দল তদন্তের জন্য পাকিস্তান যাওয়ার অনুমতি চেয়েছিল ৷ এদিন সেই আবেদন খারিজ করে দেয় পাক সরকার ৷ এবার বুঝুক ঠেলা ভারত সরকার ৷ এর পর পাক তদন্তকারীরা তদন্তে রিপোর্টে এটা লেখে যে- পাঠানকোট হামলার জন্য দায়ী ভারত ৷ তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷
Location :
First Published :
April 07, 2016 8:36 PM IST