গোমূত্রে মিলছে সোনা !
Last Updated:
গোমূত্রে সোনা! অবাক শুনলেও এটাই বাস্তব। গুজরাতের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গির এলাকার গরুর মূত্রে সোনা পেলেন।
গোমূত্রে সোনা! অবাক শুনলেও এটাই বাস্তব। গুজরাতের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গির এলাকার গরুর মূত্রে সোনা পেলেন। এর কারণ খুঁজতে আরও পরীক্ষা-নিরীক্ষার পথে বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, ফুড টেস্টিং ল্যাবরেটরিতে ৪০০টি গির গরুর মূত্র পরীক্ষা করানো হয়েছে ৷ এবং তাতে সোনা পাওয়া গিয়েছে ৷
জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইয়োটেকনলজি বিভাগের প্রধান ডা: বিএ গোলাকিয়ার নেতৃত্বে এই গবেষণা করা হয়েছিল ৷ গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকটোমেট্রি পদ্ধতিতে ব্যবহার করে গরুর মুত্র পরীক্ষা করা হয়েছে ৷ গবেষণায় এক লিটার মূত্রে পাওয়া গিয়েছে তিন থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত সোনা ৷ মূ্ত্রে আয়নিক ফর্মে রয়েছে সোনাগুলি ৷ ডা: বিএ গোলাকিয়ার জানিয়েছেন রাসায়ানিক পর্দাথের সাহায্যে গোমূত্র থেকে সোনা উদ্ধার করা সম্ভব ৷
advertisement
advertisement
সোনা ছাড়াও গরুর মুত্রে পাওয়া গিয়েছে ৫,১০০টি পদার্থ ৷ জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা দাবি করেছেন এই পদ্ধার্থগুলি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারি ৷ এর সাহায্যে বেশ কয়েকটি দুরারোগ্য অসুখ সারানো সম্ভব।
এবার বৈজ্ঞানিকদের দল ৩৯ দেশি গরুর মূত্র পরীক্ষা করা হবে ৷ সোনা পাওয়া যায় কি না পরীক্ষা করা হবে ৷
view commentsLocation :
First Published :
June 30, 2016 12:13 PM IST

