‘গরু’ নিয়ে শব্দ যুদ্ধে মাতল শাসক বিজেপি ও কংগ্রেস
Last Updated:
সারা দেশে গোমাতাদের রক্ষা করতে যাদের প্রচেষ্টার শেষ নেই, সেই বিজেপি শাসিত রাজস্থানে ৫০০ গরুর মৃত্যুর পর শাসকদের উদ্দেশ্যে আক্রমণ শানাল কংগ্রেস দল ৷
রাজস্থানে ‘গরু’ নিয়ে শব্দ যুদ্ধে মাতল শাসক বিজেপি ও কংগ্রেস ৷ সারা দেশে গোমাতাদের রক্ষা করতে যাদের প্রচেষ্টার শেষ নেই, সেই বিজেপি শাসিত রাজস্থানে ৫০০ গরুর মৃত্যুর পর শাসকদের উদ্দেশ্যে আক্রমণ শানাল কংগ্রেস দল ৷ গত দু’সপ্তাহে রাজস্থানের জয়পুরের এক খাটালে প্রায় ৫০০ গরুর মারা যাওয়ার ঘটনায় উত্তাল রাজস্থানের রাজনীতি ৷
রাজস্থানের বিজেপি নেতাদের উদ্দেশ্যে কংগ্রেসের শীর্ষ নেতাদের কটাক্ষ, হিঙ্গোনিয়া বোভাইন পশু পুনর্বাসন খাটালে ৫০০ মৃত্যুর ঘটনাতেই প্রমাণিত হয়, বিজেপি আদতে গরু নিয়ে রাজনীতি করাতেই আগ্রহী, গোমাতাদের রক্ষার কোনও বাসনাই তাদের নেই ৷
কংগ্রেস নেতা সচিন পাইলটের বক্তব্য, ‘বিজেপির মুখোশ খসে গিয়েছে, তাদের শাসিত রাজ্যের গোশালাতেই অনাহারে মারা গিয়েছে ৫০০টি নিরীহ গরু ৷’
advertisement
Location :
First Published :
August 09, 2016 7:27 PM IST