‘খেলার মাঠে আপনার বিপুল অবদান’,জন্মদিনে সৌরভকে আন্তরিক অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে রাত বারোটা বাজার পর থেকেই শুভেচ্ছার ঢল
#কলকাতা: বুধবার ৮ জুলাই, ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮ তম জন্মদিন ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে রাত বারোটা বাজার পর থেকেই শুভেচ্ছার ঢল ৷ ক্রীড়া ব্যক্তিত্ব থেকে রাজনীতিবিদ, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রিয় মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সকলেই ৷ ট্যুইট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক অভিনন্দন ৷ খেলার মাঠে আপনার অবদান দেশ ভুলবে না ৷ সুস্থ থাকুন, ভাল থাকুন ৷’
Greetings @SGanguly99 on your birthday! Your contribution to field of sports in India has been immense. Praying for your good health & wish you the best for your endeavours.
সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান।সুস্থ থাকুন, ভালো থাকুন। — Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
advertisement
advertisement
ভারতীয় দলে জার্সি খুলে রাখার পরেসৌরভের গায়ে এখন বোর্ড প্রেসিডেন্টের কোর্ট ৷ ঠিক রাত বারোটার পর মেয়ের সানার দেওয়া কেক কেটেই শুরু হয়ে গিয়েছে বার্থ ডে সেলিব্রেশন ৷ সোশ্যাল মিডিয়া সৌরভের কেক কাটার ছবি আপলোড করেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সাদা পাঞ্জাবি- পায়জামা পড়ে কেক কাটলেন সৌরভ। বিশেষ চকোলেট কেকটির উপর লেখা ছিল, ‘Happy Birthday Daddy...lot's of love..’। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর সহ মহারাজের বাকি সতীর্থরাও ৷ জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের থ্রোব্যাক ছবি ও ভিডিও-র ঢল ৷ এক যুগ আগের বিভিন্ন ম্যাচে সৌরভের ব্যাট করার ভিডিও এখন প্রত্যেক ফ্যানের ফেসবুকের টাইমলাইনে ঘুরছে।
Location :
First Published :
July 08, 2020 3:35 PM IST
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
‘খেলার মাঠে আপনার বিপুল অবদান’,জন্মদিনে সৌরভকে আন্তরিক অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের