‘খেলার মাঠে আপনার বিপুল অবদান’,জন্মদিনে সৌরভকে আন্তরিক অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে রাত বারোটা বাজার পর থেকেই শুভেচ্ছার ঢল

#কলকাতা: বুধবার ৮ জুলাই, ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮ তম জন্মদিন ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে রাত বারোটা বাজার পর থেকেই শুভেচ্ছার ঢল ৷ ক্রীড়া ব্যক্তিত্ব থেকে রাজনীতিবিদ, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রিয় মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সকলেই ৷ ট্যুইট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক অভিনন্দন ৷ খেলার মাঠে আপনার অবদান দেশ ভুলবে না ৷ সুস্থ থাকুন, ভাল থাকুন ৷’
advertisement
advertisement
ভারতীয় দলে জার্সি খুলে রাখার পরেসৌরভের গায়ে এখন বোর্ড প্রেসিডেন্টের কোর্ট ৷  ঠিক রাত বারোটার পর মেয়ের সানার দেওয়া কেক কেটেই শুরু হয়ে গিয়েছে বার্থ ডে সেলিব্রেশন ৷ সোশ্যাল মিডিয়া সৌরভের কেক কাটার ছবি আপলোড করেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সাদা পাঞ্জাবি- পায়জামা পড়ে কেক কাটলেন সৌরভ। বিশেষ চকোলেট কেকটির উপর লেখা ছিল, ‘Happy Birthday Daddy...lot's of love..’। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর সহ মহারাজের বাকি সতীর্থরাও ৷ জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের থ্রোব্যাক ছবি ও ভিডিও-র ঢল ৷ এক যুগ আগের বিভিন্ন ম্যাচে সৌরভের ব্যাট করার ভিডিও এখন প্রত্যেক ফ্যানের ফেসবুকের টাইমলাইনে ঘুরছে।
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
‘খেলার মাঠে আপনার বিপুল অবদান’,জন্মদিনে সৌরভকে আন্তরিক অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement