ইপিএফ নিয়ে পিছু হটল কেন্দ্র

Last Updated:

এবছরের সাধারণ বাজেটে প্রভিডেন্ট ফান্ডের সুদের উপর কর বসানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ প্রভিডেন্ট ফান্ডের ৬০ শতাংশ টাকার সুদের উপর কর বসানোর প্রস্তাব দিয়েছিলেন জেটলি ৷

এবছরের সাধারণ বাজেটে প্রভিডেন্ট ফান্ডের সুদের উপর কর বসানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ প্রভিডেন্ট ফান্ডের ৬০ শতাংশ টাকার সুদের উপর কর বসানোর প্রস্তাব দিয়েছিলেন জেটলি ৷ এরপর থেকেই দেশজুড়ে বিভিন্ন স্তরে শুরু হয়েছিল প্রতিবাদ ৷ সরব হয়েছিল বিরোধীরাও ৷ দেশজুড়ে প্রতিবাদের জেরে চাপের মুখ পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে ৷ কোনও উপায় না দেখে ইপিএফ- এর উপর কর বসানোর প্রস্তাবকে পুর্নিবাচন করে দেখতে বললেন প্রধানমন্ত্রী ৷ দু'দিন আগে প্রধানমন্ত্রীর অফিসে এই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন মোদি ৷ সেখানেই ইপিএফ-এর উপর কর নিয়ে পুর্নিবাচন করতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ শেষমেশ ইপিএফে কর বসানোকে মুলতুবি করল কেন্দ্রীয় সরকার ৷ স্বাভাবিক ভাবে খুশিতে সাধারণ মানুষ ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে. কেন্দ্রীয় সরকার কি এত সহজেই মেনে নিলেন? এর পিছনে নতুন কোনও ফন্দি নেই তো ? উত্তর অবশ্য দেবে সময়ই ৷
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
ইপিএফ নিয়ে পিছু হটল কেন্দ্র
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement