বর্ষায় রাস্তার হাল খারাপ ! এবার তাহলে হবে কী ?

Last Updated:

শহর জুড়ে গরম ! বৃষ্টি কোথায় ? শেষমেশ শহরবাসীর আর্তি শুনে ঝমঝমিয়ে বৃষ্টি এল শহরে ৷

শহর জুড়ে গরম ! বৃষ্টি কোথায় ? শেষমেশ শহরবাসীর আর্তি শুনে ঝমঝমিয়ে বৃষ্টি এল শহরে ৷ গরম একটু আধটু না হয় কমল ৷ তাতে কি অশান্তি মিটল? না, শহরবাসীর কপালে এখন নতুন দুর্ভোগ ৷ বৃষ্টি চোটে রাস্তায় জল ৷ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা ৷ সল্টলেক থেকে রাজারহাট ৷ সব জায়গাতেই একই অবস্থা৷ ভাঙছে রাস্তা ৷ সারাই তো দূর অস্ত ৷ আর শহরের রাজপথ সারাই মানে তো তোছরুপ ! আহাস এ তো নিন্দুকদের কথা ৷ কিন্তু রাস্তার হবে কি?
নিম্নচাপের হাতযশে অবশেষে ভরা বর্ষার স্বাদ পেয়েছে দক্ষিণবঙ্গ ৷ নিম্নচাপের ভারি বর্ষণের জেরে প্যাঁচপ্যাচে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ দু-তিনদিন ধরে জমিয়ে বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী ৷
হাতে কলমে বর্ষা আসার পর দেশের মধ্যে সব থেকে কম যে দুটি জায়গায় বৃষ্টি হয়েছে, তার মধ্যে একটি দক্ষিণবঙ্গ ৷ দু’দিনের লাগাতার বৃষ্টিতে সেই ঘাটতি পূরণ না হলেও মিলিছে খানিক স্বস্তি ৷ সপ্তাহশেষের মতোই সোমবারও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সারাদিনই আকাশ থাকবে মেঘলা ৷
advertisement
advertisement
ওড়িশা উপকূল থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরেই তৃষ্ণার্ত, শুষ্ক দক্ষিণবঙ্গের কপালে জুটল দু-এক পশলা বৃষ্টি ৷ কলকাতা সহ নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে দামোদরের উপত্যকায় বর্ষণের সম্ভাবনা কম। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরেও পড়বে নিম্নচাপের প্রভাব ৷ তরাই ও ডুয়ার্সে ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি ৷ তবে গত দু’দিনের চেয়ে নিম্নচাপ কিঞ্চিৎ দুর্বল হওয়ায় বৃষ্টির তীব্রতা কমবে ৷ তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যতদিন নিম্নচাপ থাকবে ততদিনই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ৷ নিম্নচাপের প্রভাব কেটে গেলেই আবার ফিরে আসবে প্যাঁচপ্যাচে গরম ৷ তাই বর্ষার বৃষ্টির বদলে নিম্নচাপের বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকবে হবে দক্ষিণকে ৷
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
বর্ষায় রাস্তার হাল খারাপ ! এবার তাহলে হবে কী ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement