বর্ষায় রাস্তার হাল খারাপ ! এবার তাহলে হবে কী ?
Last Updated:
শহর জুড়ে গরম ! বৃষ্টি কোথায় ? শেষমেশ শহরবাসীর আর্তি শুনে ঝমঝমিয়ে বৃষ্টি এল শহরে ৷
শহর জুড়ে গরম ! বৃষ্টি কোথায় ? শেষমেশ শহরবাসীর আর্তি শুনে ঝমঝমিয়ে বৃষ্টি এল শহরে ৷ গরম একটু আধটু না হয় কমল ৷ তাতে কি অশান্তি মিটল? না, শহরবাসীর কপালে এখন নতুন দুর্ভোগ ৷ বৃষ্টি চোটে রাস্তায় জল ৷ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা ৷ সল্টলেক থেকে রাজারহাট ৷ সব জায়গাতেই একই অবস্থা৷ ভাঙছে রাস্তা ৷ সারাই তো দূর অস্ত ৷ আর শহরের রাজপথ সারাই মানে তো তোছরুপ ! আহাস এ তো নিন্দুকদের কথা ৷ কিন্তু রাস্তার হবে কি?
নিম্নচাপের হাতযশে অবশেষে ভরা বর্ষার স্বাদ পেয়েছে দক্ষিণবঙ্গ ৷ নিম্নচাপের ভারি বর্ষণের জেরে প্যাঁচপ্যাচে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ দু-তিনদিন ধরে জমিয়ে বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী ৷
হাতে কলমে বর্ষা আসার পর দেশের মধ্যে সব থেকে কম যে দুটি জায়গায় বৃষ্টি হয়েছে, তার মধ্যে একটি দক্ষিণবঙ্গ ৷ দু’দিনের লাগাতার বৃষ্টিতে সেই ঘাটতি পূরণ না হলেও মিলিছে খানিক স্বস্তি ৷ সপ্তাহশেষের মতোই সোমবারও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সারাদিনই আকাশ থাকবে মেঘলা ৷
advertisement
advertisement
ওড়িশা উপকূল থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরেই তৃষ্ণার্ত, শুষ্ক দক্ষিণবঙ্গের কপালে জুটল দু-এক পশলা বৃষ্টি ৷ কলকাতা সহ নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে দামোদরের উপত্যকায় বর্ষণের সম্ভাবনা কম। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরেও পড়বে নিম্নচাপের প্রভাব ৷ তরাই ও ডুয়ার্সে ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি ৷ তবে গত দু’দিনের চেয়ে নিম্নচাপ কিঞ্চিৎ দুর্বল হওয়ায় বৃষ্টির তীব্রতা কমবে ৷ তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যতদিন নিম্নচাপ থাকবে ততদিনই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ৷ নিম্নচাপের প্রভাব কেটে গেলেই আবার ফিরে আসবে প্যাঁচপ্যাচে গরম ৷ তাই বর্ষার বৃষ্টির বদলে নিম্নচাপের বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকবে হবে দক্ষিণকে ৷
Location :
First Published :
July 08, 2016 8:41 PM IST