এ মাসেই কংগ্রেসের সর্বেসর্বা রাহুল

Last Updated:

উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷

‘উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷ কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল জননী সোনিয়া গান্ধি খুব তাড়াতাড়িই পুত্রকে বসাতে চলেছেন দলীয় সিংহাসনে ৷
রাহুল গান্ধির কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে এখন এমন কথাই শোনা যাচ্ছে ৷ বংশের ‘নিয়ম’ অনুযায়ীই সভাপতি হতে চলেছেন রাহুল ৷ তাঁর আগে নেহেরু-গান্ধি পরিবারের আরও পাঁচজন সদস্য এই পদ সামলেছেন ৷ জওহরলাল নেহেরু যেখানে পাঁচবার সভাপতি পদে মনোনীত হয়েছিলেন, সেই পদে গত ১৮ বছর ধরে নিজের দখলে রেখেছেন সোনিয়া গান্ধি ৷
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
এ মাসেই কংগ্রেসের সর্বেসর্বা রাহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement