এ মাসেই কংগ্রেসের সর্বেসর্বা রাহুল
Last Updated:
উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷
‘উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷ কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল জননী সোনিয়া গান্ধি খুব তাড়াতাড়িই পুত্রকে বসাতে চলেছেন দলীয় সিংহাসনে ৷
রাহুল গান্ধির কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে এখন এমন কথাই শোনা যাচ্ছে ৷ বংশের ‘নিয়ম’ অনুযায়ীই সভাপতি হতে চলেছেন রাহুল ৷ তাঁর আগে নেহেরু-গান্ধি পরিবারের আরও পাঁচজন সদস্য এই পদ সামলেছেন ৷ জওহরলাল নেহেরু যেখানে পাঁচবার সভাপতি পদে মনোনীত হয়েছিলেন, সেই পদে গত ১৮ বছর ধরে নিজের দখলে রেখেছেন সোনিয়া গান্ধি ৷
Location :
First Published :
June 03, 2016 1:49 PM IST