‘গণধর্ষণ’ থেকে বাঁচতে তরুণীর ঝাঁপ !
Last Updated:
প্রাণের ভয় ভুলে ‘গণধর্ষণ’ থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিল এক তরুণী ৷ ঘটনাটি ঘটে লিলুয়ার কোনায় ৷ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল খোদ তরুণীর প্রেমিক ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে ৷ নিজের সম্মান বাঁচাতে তরুণী প্রেমিকের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেয় ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করেন ৷
প্রাণের ভয় ভুলে ‘গণধর্ষণ’ থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিল এক তরুণী ৷ ঘটনাটি ঘটে লিলুয়ার কোনায় ৷ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল খোদ তরুণীর প্রেমিক ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে ৷ নিজের সম্মান বাঁচাতে তরুণী প্রেমিকের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেয় ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করেন ৷ স্বভাবতই প্রশ্ন ওঠে নারী দিবসের প্রতি !
পুলিশ জানায়, তরুণীর বিশ্বাসের ফায়দা তুলে তাঁকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন তরুণীর প্রেমিক নান্টু বসু ৷ প্রেমিকের কথা মতো রবিবার রাতে লিলুয়ার কোনা অঞ্চলের পেয়ারাবাগানে প্রেমিকের বাড়িতে আসেন ওই তরুণী ৷ পূর্ব পরিকল্পনা মতো সেখানে আগে থেকেই উপস্থিত ছিল নান্টুর আরও দুই বন্ধু ৷ অভিযোগ, তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের চেষ্টা করে ওই তিন যুবক ৷ অর্ধ-অচেতন অবস্থায় তরুণী যুবকদের অভিসন্ধি বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ সাহায্যের জন্য চিৎকার করলে তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্তরা ৷ ছুরি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নান্টু বসু ও তার বন্ধুরা ৷ উপায়ন্তর না দেখে সম্ভ্রম বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দেন ওই তরুণী ৷ স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে পাকড়াও করে তুলে দেন পুলিশের হাতে ৷ চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ গুরুতর আহত ও ভীত তরুণী পুলিশে লিখিত অভিযোগ জানাতে না চাইলে, ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে লিলুয়া থানার পুলিশ। ধৃত নান্টু ও তার দুই বন্ধুকে সোমবার হাওড়া আদালতে তোলা হবে ৷
Location :
First Published :
March 09, 2016 8:22 PM IST