পাউরুটি থেকে ম্যাগি সবেতেই ক্যান্সারের বিপদ, শুধু টাকায় উপাদেয় খাদ্য
Last Updated:
পাউরুটি, বিস্কুট, বান রুটি, বার্গার, পিৎজায় বিষ। মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেট ও আয়োডেট ব্যবহারে বাড়ছে ক্যানসারের আশঙ্কা । সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্টের প্রকাশিত রিপোর্টে সামনে এল এমনই তথ্য ৷
পাউরুটি, বিস্কুট, বান রুটি, বার্গার, পিৎজায় বিষ। মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেট ও আয়োডেট ব্যবহারে বাড়ছে ক্যানসারের আশঙ্কা । সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্টের প্রকাশিত রিপোর্টে সামনে এল এমনই তথ্য ৷
চা-বিস্কুট বা চা-পাউরুটি ছাড়া সাধারণ মানুষের দিনই শুরু হয় না ৷ এমন নিত্যনৈমিতিক খাদ্যদ্রব্যে এমন বিষের কথা শুনে মাথায় হাত সকলের ৷ সকলেরই চিন্তা তাহলে খাব কী?
তবে আশ্চর্যের কথা গুটখা, ম্যাগি, পিৎজা খেলেও ক্যান্সার হবে আবার পাউরুটি খেলেও মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৷ কিন্তু ঘুষখোরদের তো টাকা খেলেও কোনও রোগ হয় না!
advertisement
Location :
First Published :
May 25, 2016 8:18 PM IST
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
পাউরুটি থেকে ম্যাগি সবেতেই ক্যান্সারের বিপদ, শুধু টাকায় উপাদেয় খাদ্য