কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ

Last Updated:

আইপিএলের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে আরব সাগরের তিরে ৷ চেন্নাই না হায়দরাবাদ এই নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে অনেক ৷

#মুম্বই:  আইপিএলের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে আরব সাগরের তিরে ৷ চেন্নাই না হায়দরাবাদ এই নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে অনেক ৷ নিউজ প্রিন্টের কালি, বৈদ্যুতিন মাধ্যমের এয়ার টাইমও খরচ হয়েছে ৷ সোশ্যাল মিডিয়াতেও জোর উত্তাপ ছড়াচ্ছে ৷
তবে ব্যাটিং বিভাগে সেরার মুকুট কে পাবেন তা কার্যত নিশ্চিত এমনটাই বলা যায় ৷ কেন উইলিয়ামসন ১৬ ম্যাচে ৬৮৮ রান করে অরেঞ্জ ক্যাপ পড়ে বসে রয়েছেন ৷ আর শুধু বসে রয়েছেন তাই নয় ,কার্যত জাঁকিয়ে বসে রয়েছেন সানারাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ৷
advertisement
advertisement
File Photo File Photo
org
তালিকায় ২ ও ৩ নম্বরে যাঁরা রয়েছেন তাঁরা হলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল ৷ তাঁদের দল অনেকদিন আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ তবে ৪ নম্বরে রয়েছেন অম্বাতি রায়াডু ৷ তাঁর ঝোলায় রান ৫৮৬ ৷ যদি কেন উইলিয়ামসন কোনও রান না করেন এবং চেন্নাই সুপার কিংসের রায়ডু একটি ১০২ বা তার অধিক রানের ম্যাজিকাল ইনিংস খেলেন তাহলেই একমাত্র বাজিমাত হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement