বাম্পার লাভ করার দারুণ সুযোগ, মাত্র ১৪,০৪০ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন বিপুল টাকা!

Last Updated:

কয়েকদিনে বিপুল আয় করতে পারবেন ৷ দেখে নিন কীভাবে---

#নয়াদিল্লি: জুলাই মাসে ভাল আয় করার রয়েছে দারুণ সুযোগ ৷ ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত কেবল ১৪০৪০ টাকা ইনভেস্ট করে মোটা টাকা লাভ করতে পারবেন ৷ ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) এই সুযোগ নিয়ে এসেছে ৷ সংস্থার আইপিও আগামিকাল থেকে সাবস্ক্রিপশনের জন্য খোলা হচ্ছে ৷ এর মাধ্যমে কয়েকদিনে বাম্পার আয় করতে পারবেন ৷ দেখে নিন কীভাবে---
আইপিও-তে ইনভেস্টরদের ১৪০৪০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এর বদলে সংস্থার ১৯৫টি শেয়ার আপনাকে দেওয়া হবে ৷ এর মাধ্যমে সংস্থা ৯৩৭৫ কোটি টাকা জোগার করার পরিকল্পনা করেছে ৷ গত ৪ বছরে এটা দ্বিতীয় সবচেয়ে বড় আইপিও নিয়ে আসা সংস্থা হয়ে উঠেছে ৷ এর আগে স্টেট ব্যাঙ্ক কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস ১০,৩৩৫ কোটি টাকা জোগার করেছে ৷
advertisement
জোম্যাটো আইপিও-র প্রাইস ব্র্যান্ড ৭২ থেকে ৭৬ টাকা হতে পারে ৷ এখানে ইনভেস্টরদের ১৯৫টি শেয়ার দেওয়া হবে ৷ একটি লট বুকিং করলে মিলবে ১৯৫টি শেয়ার ৷ দুটি লট বুকিং করলে পেয়ে যাবেন ২৯০টি শেয়ার ৷
advertisement
আর্থিক বছর ২০২০-তে জোম্যাটোর আয় গত আর্থিক বছরের তুলনায় দ্বিগুণ বেড়ে ২৯৬০ কোটি টাকা হয়েছে ৷ EBITDA লস ২২০০ কোটি টাকার হয়েছে ৷ ফেব্রুয়ারিতে সংস্থা টাইগার গ্লোবাল, কোরা ও অন্যান্য ফার্ম থেকে প্রায় ১৮০০ কোটি টাকার ফান্ড জোগার করেছে ৷ এই ভাবে সংস্থার ভ্যালুয়েশন প্রায় ৪০ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
২০০৮ সালে পথ চলা শুরু করে Zomato ৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ৯০০০ কোটি টাকার নতুন শেয়ার জারি করা হবে ৷ সংস্থার শীর্ষ শেয়ার হোল্ডার Info Edge (India) ৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করবে ৷ জোম্যাটোর পর ৬টি আরও সংস্থার আইপিও মার্কেটে লিস্ট হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাম্পার লাভ করার দারুণ সুযোগ, মাত্র ১৪,০৪০ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন বিপুল টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement