Plastic Fuel: প্লাস্টিক দিয়ে বিকল্প জ্বালানি বানিয়ে চমক! যুবকের কীর্তিতে অবাক সকলে!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার শিতলকুচির এক যুবক তৈরি করেছে একটি পদ্ধতি।
কোচবিহার: আমরা সকলেই জানি যে ফেলে প্লাস্টিক আমাদের পরিবেশের ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলে। যদি সেই ফেলে দেওয়া প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করা যায়। তবে অনেকটাই উপকার হবে পরিবেশের। ভাবছেন এটাও আবার হতে পারে? হ্যাঁ এটাই সত্যি! পরিবেশের জন্য ক্ষতিকর এই প্লাস্টিক থেকে তৈরি হতে পারে বিকল্প জ্বালানি।
সেই জ্বালানি ব্যবহার করাও যাবে। এবং খুব সহজে মুক্তি মিলবে ক্ষতিকর প্লাস্টিক থেকে। কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার শিতলকুচির এক যুবক তৈরি করেছে এই পদ্ধতি। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় তাঁর তৈরি একটি পদ্ধতিতে সে তৈরি করছে প্লাস্টিক দিয়ে জ্বালানি। তাই বর্তমানে এই যুবক দারুণ ভাইরাল।
advertisement
advertisement
এক সময় পরিযায়ী শ্রমিক এই যুবক এখন বাড়িতেই দিনরাত মগ্ন এই জ্বালানি তেল ও গ্যাস তৈরির কাজে। পরিযায়ী শ্রমিক যুবক রমজান আলী জানান, \”দেশে যখন করোনার জন্য লকডাউন। এছাড়া গ্যাসের দাম চওড়া। তখন বিকল্প জ্বালানির সন্ধানে এই পদ্ধতি মাথায় আসে তাঁর। তারপর শুরু হয় এই পদ্ধতি নিয়ে তাঁর কাজ।
দীর্ঘ এক বছরের চেষ্টায় তিনি তৈরি করেন এই জিনিস। তাঁর এই সম্পূর্ন বিষয় তৈরি করতে খরচ হয়েছে ৩০০০ টাকার একটু বেশি। এই জিনিস দিয়ে মোট ১কেজি প্লাস্টিক থেকে ৭০০ এমএলের একটু বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এছাড়া জ্বালানি গ্যাস পাওয়া যায় অফুরন্ত। এই বিষয়টি নিয়ে আরোও কিছু আধুনিক পদ্ধতি তৈরি করার চেষ্টায় রয়েছেন তিনি।”
advertisement
রমজান আলীর স্ত্রী মেরিনা খাতুন জানান, “এই বিকল্প জ্বালানি দিয়ে খুব সহজেই রান্না করা সম্ভব। এছাড়া এই জ্বালানি হয়তো ভবিষ্যত দিনে আরোও অনেক কাজে আসবে। এতে পরিবেশ থেকে ক্ষতিকর প্লাস্টিক দূর হবে। এবং কম খরচে বিকল্প জ্বালানি পাবে সাধারণ মানুষ।”
advertisement
কোচবিহারের এক ভৌত বিজ্ঞান শিক্ষক মৃন্ময় সাহা জানান, “এই বিকল্প জ্বালানি কাজে আসবে এটা নিশ্চিত। তবে এর কিছুটা পরিশ্রুত করণ প্রয়োজন। নাহলে প্লাস্টিক থেকে তৈরির ফলে এতে কিছু ক্ষতিকর জিনিস রয়ে যাবে। যা হয়তো দীর্ঘ সময় ব্যবহারের ফলে মানব শরীরের ক্ষতিও করতে পারে।”
এই যুবকের কীর্তি বর্তমানে নজর আকর্ষণ করছে সকলে। যদি যুবকের তৈরি এই জিনিসের আধুনিকীকরণ করা হয়। তবে অনেকটাই উপকার হবে সকলের।
advertisement
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 5:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Plastic Fuel: প্লাস্টিক দিয়ে বিকল্প জ্বালানি বানিয়ে চমক! যুবকের কীর্তিতে অবাক সকলে!