পোস্ট অফিসের এই স্কিমে ডবল হবে টাকা, জেনে নিন কী করতে হবে.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১৮ বছর বয়সের উপরে যে কোনও ব্যক্তি এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
#নয়াদিল্লি: পোস্ট অফিসের সেভিংস স্কিমে অন্যান্য সরকারি যোজনা থেকে বেশি রিটার্ন পাওয়া যায় ৷ এখানে ভাল রিটার্নের পাশাপাশি আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ৷ ইন্ডিয়া পোস্টের মোট ৯টি স্মল সেভিংস যোজনা রয়েছে ৷ এরই মধ্যে একটি স্মল সেভিংস স্কুল হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ৷ National Savings Certificate-এ ন্যূনতম ১০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম টাকা ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷ এর পাশাপাশি আয়কর ৮০সি অনুযায়ী, ট্যাক্স ছাড়ও মিলবে ৷
ম্যাচিউরিটি পিরিয়ড (NSC Maturity)
ডাকঘরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ম্যাচিউরিটি পিরিয়ড ৫ বছরের হয় ৷ যোজনা চলাকালীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ম্যাচিউরিটি পিরিয়ডের আগেই বন্ধ হয়ে যাবে ৷
advertisement
advertisement
কত সুদ মিলবে (NSC Interest Rate)
ইন্ডিয়া পোস্টের এই যোজনায় বছরে ৬.৮ শতাংশ সুদ দেওয়া হয় ৷ কেউ এই যোজনায় ১০০০ টাকা জমা করলে ৫ বছর পরে ১৩৮৯.৪৯ টাকা হয়ে যাবে ৷ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এখন ১০০,৫০০,১০০০, ৫০০০ ও ১০,০০০ টাকার মূল্যে পাওয়া যায় ৷ আলাদা আলাদা ভ্যালুর যত ইচ্ছে সার্টিফিকেট কিনে এনএসসি-তে ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে ন্যূনতম ১০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এখানে যত ইচ্ছে ইনভেস্ট করা যেতে পারে ৷ সর্বোচ্চ কোনও লিমিট নেই ৷
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ১২ দিন সময়, পেনশন হোল্ডাররা এবার বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট
১৮ বছর বয়সের উপরে যে কোনও ব্যক্তি এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তিনজন এক সঙ্গেও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
পোস্ট অফিসের অন্যান্য সেভিংস স্কিম-
পোস্ট অফিসের ৮টি সেভিংস স্কিম রয়েছে ৷ তার মধ্যে অফিস টাইম ডিপোজিট, Post Office সেভিংস অ্যাকাউন্ট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস সকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সামিল রয়েছে ৷
Location :
First Published :
November 20, 2021 11:25 AM IST