দীপাবলির আগে সস্তায় সোনা কেনার রয়েছে দারুণ সুযোগ!

Last Updated:

এবারের জন্য আরবিআই-এর তরফে সোনার দাম ৫১৭৭ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷ এই বন্ড সরকারের তরফে আরবিআই জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: দীপাবলির আগে সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির সরকার ৷ ৯ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে Sovereign Gold Bond-এ ইনভেস্ট করতে পারবেন ৷রিজার্ভ ব্যাঙ্ক Sovereign Gold Bond-এর অষ্টম সিরিজ জারি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এবারের জন্য আরবিআই-এর তরফে সোনার দাম ৫১৭৭ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷ এই বন্ড সরকারের তরফে আরবিআই জারি করে থাকে ৷
এই বন্ড কেনার জন্য আপনার কাছে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ এর সেটেলমেন্ট ডেট ১৮ নভেম্বর রাখা হয়েছে ৷ ডিজিটাল পেমেন্ট করলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় মিলবে ৷ ডিজিটাল পেমেন্ট করলে ১ গ্রামের দাম হবে ৫১২৭ টাকা ৷ কমপক্ষে ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ যে কোনও ব্যক্তি অধিকতম ৪ কিলো সোনা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছরের হয় ৷ ইনভেস্ট করার ৫ বছরের মধ্যে এই স্কিম থেকে বেরিয়ে আসার অপশন রয়েছে ৷
advertisement
ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোস্ট অফিস ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারবেন ৷ বছরে ২.৫০ শতাংশ হিসেবে মিলবে সুদ ৷ এতে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে স্টোরেজের জন্য জায়গা লাগবে না ৷ ডিম্যাটে রাখলে জিএসটি-ও দিতে হবে না ৷ গোল্ডল বন্ডের ম্যাচিউরিটিতে ক্যাপিটল গেন হলে তাতে ছাড় মিলবে ৷
advertisement
advertisement
ফিজিক্যাল গোল্ডের চাহিদা কম করার উদ্দেশ্যে এই স্কিম ২০১৫ সালে জারি করেছিল সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলির আগে সস্তায় সোনা কেনার রয়েছে দারুণ সুযোগ!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement