দীপাবলির আগে সস্তায় সোনা কেনার রয়েছে দারুণ সুযোগ!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এবারের জন্য আরবিআই-এর তরফে সোনার দাম ৫১৭৭ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷ এই বন্ড সরকারের তরফে আরবিআই জারি করে থাকে ৷
#নয়াদিল্লি: দীপাবলির আগে সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির সরকার ৷ ৯ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে Sovereign Gold Bond-এ ইনভেস্ট করতে পারবেন ৷রিজার্ভ ব্যাঙ্ক Sovereign Gold Bond-এর অষ্টম সিরিজ জারি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এবারের জন্য আরবিআই-এর তরফে সোনার দাম ৫১৭৭ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷ এই বন্ড সরকারের তরফে আরবিআই জারি করে থাকে ৷
এই বন্ড কেনার জন্য আপনার কাছে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ এর সেটেলমেন্ট ডেট ১৮ নভেম্বর রাখা হয়েছে ৷ ডিজিটাল পেমেন্ট করলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় মিলবে ৷ ডিজিটাল পেমেন্ট করলে ১ গ্রামের দাম হবে ৫১২৭ টাকা ৷ কমপক্ষে ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ যে কোনও ব্যক্তি অধিকতম ৪ কিলো সোনা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছরের হয় ৷ ইনভেস্ট করার ৫ বছরের মধ্যে এই স্কিম থেকে বেরিয়ে আসার অপশন রয়েছে ৷
advertisement
ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোস্ট অফিস ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারবেন ৷ বছরে ২.৫০ শতাংশ হিসেবে মিলবে সুদ ৷ এতে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে স্টোরেজের জন্য জায়গা লাগবে না ৷ ডিম্যাটে রাখলে জিএসটি-ও দিতে হবে না ৷ গোল্ডল বন্ডের ম্যাচিউরিটিতে ক্যাপিটল গেন হলে তাতে ছাড় মিলবে ৷
advertisement
advertisement
ফিজিক্যাল গোল্ডের চাহিদা কম করার উদ্দেশ্যে এই স্কিম ২০১৫ সালে জারি করেছিল সরকার ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2020 2:36 PM IST