#নয়াদিল্লি: কৃষকদের জন্য ৪০০০ টাকা পাওয়ার আজই শেষ সুযোগ ৷ মোদি সরকারের তরফে ছোট কৃষকদের জন্য শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ৷ এই যোজনার অষ্টম কিস্তি এখনও কৃষকদের কাছে পৌঁছয়নি ৷ আপনিও এই যোজনার সুবিধা নিতে চাইলে আজই করতে হবে রেজিস্ট্রেশন ৷ ৩০ জুনের আগে রেজিস্ট্রেশন করালে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা চলে আসবে ৷
কীভাবে মিলবে ৪০০০ টাকার সুবিধা ? এরকম অনেক কৃষক আছেন যাঁরা ২০০০ টাকা পায়নি কারণ তাঁরা এই যোজনায় রেজিস্ট্রেশন করানো নেই ৷ ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে ৷ এপ্রিল-জুলাই মাসের কিস্তি জুলাই মাসে পেয়ে যেতে পারেন কৃষকরা ৷ অগাস্টের কিস্তির টাকাও অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে ৷
কী ভাবে করাতে হবে রেজিস্ট্রেশন?১. প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে২. Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
৩. এরপর New Farmer Registration অপশনে ক্লিক করতে হবে৪. নয়া ট্যাব খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৫. এরপর আপনার নিজের সম্বন্ধে তথ্য ও জমির তথ্য দিতে হবে৬. সমস্ত তথ্য দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবেআপনার কাছে জমির কাগজপত্র থাকতে হবে ৷ এছাড়া আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র, জমির কাগজ পত্র ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।