তাহলে কী বন্ধ হয়ে যেতে চলেছে YES BANK, জেনে নিন সত্যিটা...
Last Updated:
সংস্থার তরফে জানানো হয়েছে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷
#মুম্বই: প্রাইভেট সেক্টরের ইয়েস ব্যাঙ্ক রবিবার মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে ৷ সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে ইয়েস ব্যাঙ্কের আর্থিক অবস্থা একাধিক ফের নিউজ ৷ ব্যাঙ্কের তরফে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় যে একটি বিশেষজ্ঞদের একটি টিম তৈরি করার জন্য যাতে তারা এই ধরনের মেসেজ সম্বন্ধে তদন্ত করতে পারে ৷ এর জেরে ব্যাঙ্কের যে লোকসান হচ্ছে তা আটকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি প্রথম কোন জায়গা থেকে মেসেজ পাঠানো হয় তারও খোঁজ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ৷
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে ব্যাঙ্ক তাদের স্টেকহোল্ডার্সদের সুবিধার কথা সব সময় গুরুত্ব দিয়ে থাকে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷ পাশাপাশি কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে ব্যাঙ্কের আর্থিক ব্যবস্থা সুরক্ষিত রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2019 8:23 PM IST